TRENDING:

Rescue Operation In Sikkim: কাঁধে থলে, হাতে ট্রলি ব্যাগ, হ্যালিপ্যাডে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারই উদ্ধারকর্তা, সেনার সাহায্যে ঘরে ফিরছেন পর্যটকরা

Last Updated:
Sikkim news: সেনার সাহসিকতায় প্রাণে বাঁচলেন শতাধিক পর্যটক, চলছে দ্রুত ঘরে ফেরানোর কাজ
advertisement
1/5
হাতে ট্রলি ব্যাগ,হ্যালিপ্যাডে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারই উদ্ধারকর্তা,সেনার সাহায্যে ফিরছেন
সেনার সাহসিকতায় উদ্ধার ১৩০ পর্যটক। লাচেনে ভূমিধসের পর উদ্ধার অভিযান চলছে। উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধসের পর লাচেন গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে সেনাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ১৩০ জন পর্যটককে উদ্ধার করে। এখনও চলছে উদ্ধার তৎপরতা।
advertisement
2/5
হেলিকপ্টারে উদ্ধার বিদেশি সহ ৩০ জন, সেনার অভিযানে চরম ঝুঁকি। ৩ জুন সামরিক হেলিকপ্টারের মাধ্যমে বিপদের মুখে থাকা ৩০ জন পর্যটককে উদ্ধার করা হয়, যাদের মধ্যে বিদেশিরাও ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সেনাবাহিনীর এই অভিযান জীবন বাঁচানোর দৃষ্টান্ত।
advertisement
3/5
পাথর, কাদা আর ঝুঁকির ভেতর পায়ে হেঁটে সেনা পৌঁছল লাচেনে। দুর্গম পার্বত্য অঞ্চল ও ক্ষতিগ্রস্ত সড়কের কারণে সেনা বাহিনীকে পায়ে হেঁটে লাচেন গ্রামে পৌঁছাতে হয়। ভূমিধসের পর সেই গ্রামেই আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক ও স্থানীয়রা।
advertisement
4/5
সেনার তৎপরতায় আশার আলো, দ্রুত চলছে উদ্ধার-পরিবহন প্রক্রিয়া। উদ্ধারকৃত পর্যটকদের অস্থায়ী ক্যাম্পে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পর্যটকদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার কাজও শুরু করেছে।
advertisement
5/5
চরম আবহাওয়ায় অভিযান, সেনার পাশে গোটা দেশ। প্রবল বৃষ্টিপাত, ভূমির অস্থিরতা ও ঠান্ডা আবহাওয়ার মধ্যেও সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার প্রচেষ্টায় ব্যবহৃত হচ্ছে বিশেষ যন্ত্রপাতি ও অনুসন্ধানে দক্ষ টিম।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Rescue Operation In Sikkim: কাঁধে থলে, হাতে ট্রলি ব্যাগ, হ্যালিপ্যাডে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টারই উদ্ধারকর্তা, সেনার সাহায্যে ঘরে ফিরছেন পর্যটকরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল