TRENDING:

North Bengal news: বৃষ্টির পর স্বস্তি দুধিয়ায়, ফের খুলল হিউম পাইপ সেতু, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে যান চলাচল

Last Updated:
North Bengal news: রাতভর বৃষ্টি ও বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শুক্রবার আতঙ্কের ছায়া নেমেছিল দুধিয়া অঞ্চলে। নিরাপত্তার জন্য সন্ধ্যেতেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দুধিয়া হিউম পাইপ সেতু।
advertisement
1/5
বৃষ্টির পর স্বস্তি দুধিয়ায়, ফের খুলল হিউম পাইপ সেতু, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে যান চলাচল
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : রাতভর বৃষ্টি ও বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শুক্রবার আতঙ্কের ছায়া নেমেছিল দুধিয়া অঞ্চলে। নিরাপত্তার জন্য সন্ধ্যেতেই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় দুধিয়া হিউম পাইপ সেতু। তবে শনিবার সকালে আবহাওয়া খানিকটা পরিষ্কার হতেই পরিস্থিতি বদলাতে শুরু করে। নদীর জল নামায় ফের খুলে দেওয়া হয়েছে সেতুটি।
advertisement
2/5
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার বিকেলের পর থেকেই বৃষ্টির তীব্রতা বাড়তে থাকে। বালাসনের স্রোত বেড়ে যাওয়ায় সেতুর নিচে প্রচুর জলের চাপ তৈরি হয়। আশঙ্কা তৈরি হয়েছিল ক্ষতির। তবে প্রশাসনের তৎপরতায় দ্রুত মনিটরিং শুরু হয়। এবং বর্তমানে দুধিয়ার হিউম পাইপ সেতুর গঠন অক্ষত রয়েছে বলে জানান আধিকারিকরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
শনিবার সকালে বৃষ্টি কমতেই ধীরে ধীরে যান চলাচল শুরু হয়। শিলিগুড়ি থেকে মিরিকগামী গাড়ি ধীর গতিতে পাড়ি দিচ্ছে সেতু পেরিয়ে। একইসঙ্গে মিরিক থেকে নেমে আসছে পর্যটক ও যাত্রীবাহী গাড়ি। সকাল থেকেই ফের ব্যস্ত হয়ে উঠেছে দুধিয়া সংলগ্ন রাস্তা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
পূর্ত দফতরের এক আধিকারিক বলেন, “গতকাল রাত থেকেই সেতুর পরিস্থিতি নজরে রাখা হচ্ছিল। এখন জলস্তর নেমে গিয়েছে, তাই যানবাহনের চলাচল সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে।” দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আপাতত এলাকায় কোনও বিপদের আশঙ্কা নেই, তবু নজরদারি অব্যাহত থাকবে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
সব মিলিয়ে শনিবার দুধিয়ায় ফিরেছে স্বস্তির হাওয়া। টানা বৃষ্টিতে অচলাবস্থা কাটিয়ে ফের চলতে শুরু করেছে স্বাভাবিক জীবন। মিরিকের পথে ফের ছন্দে ফিরেছে পর্যটন ও স্থানীয় যাতায়াত— পাহাড় ও সমতলকে ফের যুক্ত করেছে দুধিয়ার সেই হিউম পাইপ সেতু।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal news: বৃষ্টির পর স্বস্তি দুধিয়ায়, ফের খুলল হিউম পাইপ সেতু, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে যান চলাচল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল