Darjeeling : পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুরিজম থমকে, পুজোর মুখে পর্যটন ব্যবসায় বড় ধাক্কা! কারণটা কী জানেন?
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Darjeeling- টানা বৃষ্টিতে থমকে পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুরিজম। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর সোমবার কালিম্পংয়ের ডেলো এলাকায় প্যারাগ্লাইডিং চালু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)।
advertisement
1/3

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : টানা বৃষ্টিতে থমকে পাহাড়ের অ্যাডভেঞ্চার ট্যুরিজম। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর সোমবার কালিম্পংয়ের ডেলো এলাকায় প্যারাগ্লাইডিং চালু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে বাধ্য হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। একই সঙ্গে বন্ধ রাখা হয়েছে কায়াকিং, স্নোরকেলিং, র্যাফটিং থেকে শুরু করে ট্রেকিংয়ের মতো একাধিক অ্যাডভেঞ্চার কার্যকলাপ। পাহাড়ি আবহাওয়ার অনুকূল পরিবর্তন না আসা পর্যন্ত কোনওরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হবে না বলে জানিয়ে দিয়েছে জিটিএ।
advertisement
2/3
জিটিএ-র পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া গ্যালপো শেরপা বলেন, “নিরাপত্তার সঙ্গে কোনও আপোস নয়। বৃষ্টির মরশুমে পাহাড়ি অঞ্চলে প্যারাগ্লাইডিং বা অন্য কোনও অ্যাডভেঞ্চার স্পোর্টস বিপদের কারণ হতে পারে। তাই আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।”
advertisement
3/3
অন্যদিকে স্থানীয়রা মনে করছেন, দুর্গাপুজোর সময় বৃষ্টি কিছুটা কমলে পরিস্থিতি বদলাতে পারে। তখনই হয়তো আবার পাহাড়ে শোনা যাবে আকাশে ভেসে ওঠা প্যারাগ্লাইডিংয়ের ডাক, নদীতে ভেসে যাওয়া র্যাফটিং বোটের হইহই, কিংবা বনপথে ট্রেকিং-এ বেরোনো পর্যটকদের হাসির কলরোল।
advertisement