Reclaim the Night: মধ্যরাতে নারীদের রাজপথ দখল, মশাল হতে আলোর পথ দেখালেন মহিলারা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Reclaim the Night: মধ্যরাতে শয়ে শয়ে মোবাইল ফোনের ফ্লাশ লাইট জ্বলে উঠেছিল প্রতিবাদীদের হাতে। আলোর পথ দেখাতে শিলিগুড়ির পথে নেমেছিলেন মহিলারাও। মিছিলে পা মিলিয়েছেন অনেক বয়স্ক মহিলাও
advertisement
1/5

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে রাত জাগল গোটা বাংলা। ৭৮তম স্বাধীনতা দিবসের রাতে রাজপথ দখল করে সেই স্বপ্ন পূরণের নিশ্চয়তা খুঁজলেন নারীরা।
advertisement
2/5
শিলিগুড়িতে স্লোগান উঠল 'উই ওয়ান্ট জাস্টিস'। দেখিয়ে দিল রাস্তা কারোর একার নয়। অবাধ বিচরণের অধিকার সকলের, রাতের অন্ধকারে তারাও নিরাপদে বাড়ি ফিরতে চায়।
advertisement
3/5
এই শহরে প্রথম প্রতিবাদের ডাক দিয়েছিলেন এলাকার মহিলা চিকিৎসকরা। তাদের ডাকে শুধু চিকিৎসকরাই নন, মিছিলে সামিল হলেন কলেজ পড়ুয়া থেকে শিক্ষক, চাকরিজীবী, সমাজকর্মী সকলেই।
advertisement
4/5
শয়ে শয়ে মোবাইল ফোনের ফ্লাশ লাইট জ্বলে উঠেছিল প্রতিবাদীদের হাতে। আলোর পথ দেখাতে শিলিগুড়ির পথে নেমেছিলেন মহিলারাও। মিছিলে পা মিলিয়েছেন অনেক বয়স্ক মহিলা।
advertisement
5/5
শিলিগুড়ি শহর তো বটেই, পাশাপাশি খড়িবাড়ি, ফাঁসিদেওয়া, বাগডোগরা, শিব মন্দির এবং ইসলামপুরের পথে নামলেন মহিলারা। তাদের পাশে দেখা গিয়েছে পুরুষদেরও।