TRENDING:

Rathayatra 2023: মহাপ্রভুর মহাপ্রসাদ কিনতে ভিড় ভক্তদের! জানুন কোথায় দাম কত

Last Updated:
এবছর ইসকনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে তাই মহাপ্রসাদের সুযোগ হাতছাড়া কেউ করতে চাইছে না।
advertisement
1/9
মহাপ্রভুর মহাপ্রসাদ কিনতে ভিড় ভক্তদের! জানুন কোথায় দাম কত
শিলিগুড়ি: রথযাত্রার আমেজ যেন কাটছে না শিলিগুড়িতে। এবার প্রথম জগন্নাথের মাসির বাড়ি তৈরি হয়েছে সূর্যনগর ময়দানে। আর সেখানেই মহাপ্রভুর প্রসাদ কিনতে ভিড় ভক্তদের। মাসির বাড়িতেই রয়েছে মহাপ্রসাদের একটি স্টল। রিপোর্টিং অনির্বাণ রায় ৷
advertisement
2/9
সেখানে বিভিন্ন দামের মহাপ্রসাদ বিতরণ হচ্ছে। এছাড়াও ৫৬ ভোগের মহাপ্রসাদও রাখা হয়েছে সেইখানে। শিলিগুড়িতে এর আগে এইরকম মহা উৎসব দেখেনি কেউ। দর্শনার্থীদের কথায়, মহাপ্রভুর ভোগের প্রসাদ মিলত না সহজে।
advertisement
3/9
তবে এবছর ইসকনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে তাই মহাপ্রসাদের সুযোগ হাতছাড়া কেউ করতে চাইছে না।
advertisement
4/9
আগামী ২৮ জুন উল্টোরথ পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ চলবে। রীতিমতো লাইনে দাঁড়িয়ে মহাপ্রভুর এই মহাপ্রসাদের জন্য ভিড় করছেন ভক্তবৃন্দ। এই মহাপ্রসাদ কিনতে হলে প্রথমেই আপনাকে কেটে নিতে হবে কুপন। তিন রকম দামের কুপন রয়েছে ৫০ টাকা ১০০ টাকা এবং ১৫০ টাকা।
advertisement
5/9
৫০ টাকা এবং ১০০ টাকায় মহাপ্রসাদ রয়েছে এবং ১৫০ টাকায় আপনি পেয়ে যাবেন ৫৬ ভোগ মহাপ্রসাদ। এছাড়াও মাসির বাড়িতে প্রতিদিন চলবে নাম কীর্তন। বিভিন্ন জায়গা থেকে মহারাজরা এসে গীতা পাঠও করবেন সেখানে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বইয়ের স্টল। সবমিলিয়ে জমজমাট এবার শিলিগুড়ির রথ উৎসব।
advertisement
6/9
ইসকন কমিটির সদস্য তথা মহাপ্রসাদ স্টলের ম্যানেজার ইন্দ্রজিৎ গুহ জানান, “এ বছর প্রথমবার শিলিগুড়িতে এত বড় করে রথ মহোৎসব পালন করা হচ্ছে। মহাপ্রভু জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে এই প্রাঙ্গণ থেকেই।
advertisement
7/9
প্রতিদিন ভক্তরা এসে মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন।” মহাপ্রসাদ নিতে আসা খোকন সূত্রধর জানান, ” শিলিগুড়িতে এরকম উৎসব এর আগে কখনও হয়নি।
advertisement
8/9
আমি পুরীতে গিয়ে মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম। কিন্তু বাড়ির পাশেই জগন্নাথের মহাপ্রসাদ হাতছাড়া করতে চাই না।
advertisement
9/9
তাই এই মহাপ্রসাদ নিতে চলে এসেছি পরিবারের সকলের সঙ্গে উপভোগ করব।”
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Rathayatra 2023: মহাপ্রভুর মহাপ্রসাদ কিনতে ভিড় ভক্তদের! জানুন কোথায় দাম কত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল