TRENDING:

Madan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস ‌যাত্রা! দেখুন ছবি

Last Updated:
রাস পূর্ণিমার দিন থেকে এই মন্দিরে বড় করে আয়োজন করা হয় রাস মেলার। এই সময় বিপুল পরিমাণে দর্শনার্থী ও পুনরার্থীদের সমাগম ঘটে মন্দিরে। সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয় গোটা মদনমোহন বাড়িকে।
advertisement
1/7
রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস ‌যাত্রা!  দেখুন ছবি
কোচবিহারে রাজ আমলে স্থাপিত অন্যতম মন্দির হল মদনমোহন বাড়ি। বর্তমান সময়ে এই মন্দির বহু মানুষের কাছে পরিচিত ধর্মীয় পর্যটনের আকর্ষণ রূপে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী ও পুণ্যার্থীদের সমাগম ঘটে এই মন্দিরে।
advertisement
2/7
রাস পূর্ণিমার দিন থেকে এই মন্দিরে বড় করে আয়োজন করা হয় রাস মেলার। এই মেলাকে কেন্দ্র করে সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয় গোটা মদনমোহন বাড়িকে। রীতিমত আলোয় ভরিয়ে তোলা হয় গোটা মদনমোহন বাড়িকে।
advertisement
3/7
কোচবিহারের কোচ রাজবংশের পারিবারিক দেবতা হলেন, মদনমোহন। সারাবছর বড় মদনমোহন দেবকে মন্দিরের ভেতরে পুজো করা হলেও। রাস মেলার ক'দিন বারান্দায় পুজো করা হয় মদনমোহন দেবকে।
advertisement
4/7
মন্দিরের চত্বরের ভেতরের ডান দিকের অংশে একটি ছোট জলাশয় রয়েছে। সারাবছর এটি ফাঁকা থাকলেও রাস মেলার ক'দিন এখানে সুন্দর ভাবে ফোয়ারা বসানো হয়। এটি মন্দিরে আগত সকল মানুষের নজর আকর্ষণ করে।
advertisement
5/7
মন্দিরের চত্বরের ভেতরে দেওয়ালের চারিপাশে ছোট টিনের ছাউনি দেওয়া ঘর রয়েছে। এই ঘর গুলির মধ্যে মাটির মূর্তি বসানো হয় রাস মেলার সময়। এই মূর্তি গুলিতে মহাভারতের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয় সকলের সামনে।
advertisement
6/7
মন্দিরের মাঠে সাজানো বাগানের মধ্যেও নানা ধরনের মূর্তি দেখতে পাওয়া যায়। ভগবান শ্রী কৃষ্ণের লীলা খেলার নানা দৃশ্য তুলে ধরা হয় এই মূর্তি গুলির মাধ্যমে। লাইট দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয় এই সমস্ত মূর্তি গুলিকে।
advertisement
7/7
রাস মেলার আগে থেকে বিপুল পরিমাণে দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় মদনমোহন বাড়িতে। কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে রাখা হয় গোটা মদনমোহন বাড়ি চত্বরকে। সুরক্ষা ব্যবস্থার কড়া ব্যবস্থা করা হয়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Madan Bari Rash Mela: রঙিন সাজে মদন মোহন বাড়ি, রাত পোহালেই রাস ‌যাত্রা! দেখুন ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল