Darjeeling News: দার্জিলিংয়ের জঙ্গলে বিরল কালো চিতাবাঘ! চক্ষু চড়কগাছ স্থানীয়দের, ভ্লগারের ক্যামেরায় বন্দি হতেই বিরাট চাঞ্চল্য
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোষ বিভাজনের ফলেই তৈরি হয় এই রং। এদের বলে মেলানিস্টিক লেপার্ড, যা চরম বিরল। ভারতীয় উপমহাদেশে এমন ঘটনা খুব কমই ঘটে। এই চিতাবাঘ গুলির গায়ে কালো দাগও থাকে, তবে কাছ থেকে বোঝা যায়।
advertisement
1/5

দার্জিলিংয়ের জঙ্গলে বিরল প্রাণী! দেখেই হতবাক স্থানীয়রা। এটা কী? এ যে বিরল কালো চিতাবাঘ! কানাঘুষো শোনা যাচ্ছিল দার্জিলিংয়ে বেরিয়ে গিয়েছে বিরল প্রজাতির এই কালো চিতা অবশেষে চোখে পড়তেই চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। দার্জিলিং-মিরিক রোডের সোল মাডের জঙ্গলে দেখা গেল দুই কালো চিতাবাঘ।
advertisement
2/5
একজন ভ্লগার হঠাৎই জঙ্গলের ধারে তাদের দেখতে পান। তৎক্ষণাৎ মোবাইলে ভিডিও তোলেন তিনি। এই বিরল দৃশ্য দেখে চমকে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভিডিওতে দেখা যায় দুটি কালো চিতাবাঘ রাস্তায় দাঁড়িয়ে। তারপর এক ঝটকায় বনের দিকে ঢুকে যায় তারা। এই দৃশ্য ধরা পড়েছে একাধিক ক্যামেরায়। ভিডিও ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়জুড়ে।
advertisement
3/5
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোষ বিভাজনের ফলেই তৈরি হয় এই রং। এদের বলে মেলানিস্টিক লেপার্ড, যা চরম বিরল। ভারতীয় উপমহাদেশে এমন ঘটনা খুব কমই ঘটে। এই চিতাগুলির গায়ে কালো দাগও থাকে, তবে কাছ থেকে বোঝা যায়।
advertisement
4/5
ভিডিওর সত্যতা যাচাই করতে নেমেছে বনদফতর। এই বিরল প্রজাতির উপস্থিতি বড় খবর পরিবেশবিদ কাছে। জঙ্গলে ক্যামেরা ট্র্যাপ বসানোর পরিকল্পনা চলছে। বন্যপ্রাণ সংরক্ষণের দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ ঘটনা।
advertisement
5/5
এই ঘটনা দার্জিলিংয়ে পর্যটকদের আগ্রহ বাড়াতে পারে। তবে চিতাবাঘগুলির সুরক্ষা যেন নিশ্চিত হয়, সেদিকে নজর জরুরি। জায়গাটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার দাবি উঠেছে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠন।