Siliguri News: খড়িবাড়ির থানঝোড়া চা বাগানে সকাল সকাল জোড়া হাতির তাণ্ডব! চা তুলতে এসে আতঙ্কে শ্রমিকরা
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
খড়িবাড়ির থানঝোড়া চা বাগানে দু’টি বুনো হাতির হঠাৎ আগমনে আতঙ্ক ছড়ায়, চা পাতা তোলা বন্ধ হয়। বন দফতর হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে তৎপর।
advertisement
1/5

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : খড়িবাড়ির থানার অন্তর্গত থানঝোড়া চা বাগানে ভোরবেলা হঠাৎই দেখা মিলল দু’টি বুনো হাতির। প্রতিদিনের মতো চা পাতা তোলার প্রস্তুতি নিচ্ছিলেন শ্রমিকরা। ঠিক সেই সময় বাগানের গভীর দিক থেকে বেরিয়ে আসে জোড়া পূর্ণবয়স্ক হাতি, মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
advertisement
2/5
হাতিগুলির চলাফেরা অস্বাভাবিক রকম চঞ্চল বলে জানান কয়েকজন শ্রমিক। পরিস্থিতি বুঝে দ্রুতই চা বাগান কর্তৃপক্ষ চা পাতা তোলার কাজ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। শ্রমিকদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয় এবং বাগানের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এ ঘটনায় চা বাগান লাগোয়া শ্রমিকপল্লিতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু মানুষ ভয়ে বাড়ির বাইরে না বেরিয়ে ঘরে থাকতে শুরু করেন। অনেকে আবার দূর থেকে হাতিগুলির গতিবিধি লক্ষ্য করেন, যাতে পরিস্থিতি আরও খারাপ হলে সময়মতো সতর্ক করা যায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় বন্য হাতির আনাগোনা বেড়েছে। চা বাগান লাগোয়া জঙ্গল থেকে খাবারের সন্ধানে হাতির দল বেরিয়ে আসছে বলে মনে করছেন তারা। এই কারণে বাগান এলাকার নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানিয়েছেন স্থানীয়রা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা বাগানে পৌঁছে হাতিগুলিকে বনাঞ্চলের দিকে ফেরানোর চেষ্টা শুরু করেন। বনকর্মীরা সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দিচ্ছেন। তাঁদের আশা, হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরানো গেলে চা বাগানের স্বাভাবিক কাজ দ্রুতই শুরু করা যাবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য