Rajdhani Express: ফের ভয়ানক পরিস্থিতি, রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে জীবন বাঁচানোর আতঙ্ক, অয়েল ট্যাঙ্কারের সঙ্গে এক লাইনে রাজধানী
- Reported by:ANIRBAN ROY
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Rajdhani Express: আবারও রাঙাপানি! জোরে ব্রেক কষে মালগাড়ির পিছনে দাঁড়াল রাজধানী! বিরাট দুর্ঘটনা থেকে বাঁচল যাত্রীরা
advertisement
1/5

বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তেলের ট্যাংকারের গার্ডের তৎপরতায় এদিন রক্ষা পেল অনেকেই । ঘটনাটি ঘটেছে এনজেপি থেকে আড়াই কিলোমিটার দূরত্বে সাহুডাঙ্গির কাছে।
advertisement
2/5
ঘটনার জেরে রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন রেলের পদস্থ আধিকারিকেরা।
advertisement
3/5
কি জন্য এমন ঘটনা সেটা এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল । ফের একই লাইনে দুটি ট্রেন চলে আসায় রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
4/5
প্রত্যক্ষদর্শী রূপাই সাহা বলেন, ‘হঠাৎ দেখি বিরাট ঝাঁকুনি দিয়ে রাজধানী ট্রেন থেমে যায়। ওই লাইনেই তাকিয়ে দেখি সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছেন। একই লাইনে দুটি ট্রেন।’
advertisement
5/5
বারবার দুর্ঘটনা ঘটলেও হেলদোল নেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের। প্রতিবারই তদন্তের পর উঠে আসছে পর্যাপ্ত কর্মীর অভাব ও রক্ষণাবেক্ষণের অভাবের তত্ত্ব। কিন্তু এরপরও কেন হুঁশ ফিরছে না উত্তর-পূর্ব সীমান্ত রেলের, সেটাই বড় প্রশ্ন।