Rain Update and Forecast: আয় বৃষ্টি ঝেঁপে! আজ থেকে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ! জানুন আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rain Update and Forecast: বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।
advertisement
1/5

পাহাড় এবং সমতলের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে টানাকয়েকদিন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
advertisement
2/5
উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি উত্তর সিকিমের মংগন জেলাতেও।
advertisement
3/5
আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'বাতাসের উপরিভাগে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প টেনে আনছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে।'
advertisement
4/5
বৃষ্টির জন্য তিস্তা সহ একাধিক নদীর পলেপেঁপে ওঠা শুধু সময়ের অপেক্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস পেয়ে জেলা প্রশাসনগুলিও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে।
advertisement
5/5
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দফতর। আবহাওয়ার যা মতিগতি তাতে মঙ্গলবার থেকে টানা তিন চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরের প্রায় সব জেলাতেই।