দুর্যোগ গভীর হচ্ছে আরও , এখনই থামছে না বৃষ্টি, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারীবৃষ্টির সতর্কতা
Last Updated:
advertisement
1/5

♦ বৃষ্টিতে ভাসছে পাহাড়, উত্তরবঙ্গ৷ গত কয়েকদিন ধরে অবাধ বর্ষণে উত্তরবঙ্গের বহু এলাকায় বিভিন্ন ভয়ানক সমস্যা তৈরি হয়েছে ৷ কোথাও রাস্তা ধসে পড়েছে ৷ আবার কোথাও সেতু ভেঙে গিয়েছে ৷ সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে ৷
advertisement
2/5
♦ কিন্তু এখনই সেই বৃষ্টি থামার কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ জানানো হয়েছে আগামিকাল রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারীবৃষ্টি চলবে ৷
advertisement
3/5
♦ ১৩/৭ শনিবার ৭০-২০০ মিমি বেশী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
advertisement
4/5
♦ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ২০০ মিমি রও বেশী বৃষ্টি র সতর্কতা জারি করে হয়েছে ৷
advertisement
5/5
♦ এর পাশাপাশি ৭০-১১০ মিমি বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে।