Indian Railways: দিনহাটা স্টেশনে থামল উত্তরবঙ্গ এক্সপ্রেস, নামানো হল বস্তা বস্তা ওষুধ! ভিতরে কী? খুলতেই চোখ ছানাবড়া রেল পুলিশের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/6

শিয়ালদহ থেকে কোচবিহারের বামনহাট যাচ্ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস৷ দিনহাটা স্টেশনে পৌঁছে থেমেছিল ট্রেনটি৷ তখনই ট্রেনের পার্সেল ভ্যানের দিকে নজর যায় দিনহাটা স্টেশনে কর্মরত রেল পুলিশের জওয়ানদের৷ এআই-এর সাহায্যে প্রতীকী ছবি, তথ্য- শুভঙ্কর সাহা
advertisement
2/6
দেখা যায়, ট্রেনের পার্সেল ভ্যান থেকে দিনহাটা স্টেশনে প্রায় ১৫টি বস্তা নামানো হয়েছে৷ সন্দেহ হওয়ায় পার্সেল ভ্যানের দিকে এগিয়ে যান আরপিএফ এবং জিআরপি নিরাপত্তারক্ষীরা৷
advertisement
3/6
বস্তাগুলির কাছে গিয়ে আরপিএফ এবং জিআরপি-র জওয়ানরা জানতে পারেন, বস্তাগুলিতে ওষুধ আছে বলে পার্সেল ভ্যানে বুকিং করা হয়েছিল৷
advertisement
4/6
সন্দেহ হওয়ায় বস্তাগুলি খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় আরপিএফ এবং জিআরপি৷ তখনই দেখা যায় সেই বস্তাগুলির ভিতরে রয়েছে অসংখ্য নিষিদ্ধ কাশির সিরাপের বোতল৷ সবমিলিয়ে প্রায় ৯০০০ বোতল কাশির সিরাপের বোতল ছিব বস্তাগুলির ভিতরে৷
advertisement
5/6
কাশির সিরাপের এই সমস্ত বোতলই বাজেয়াপ্ত করে রেল পুলিশ৷ যদিও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ কোথা থেকে ওই বোতলগুলি ট্রেনে তোলা হয়, কাদের নামে বুকিং ছিল সেই সমস্ত তথ্যই খতিয়ে দেখছে রেল পুলিশ৷
advertisement
6/6
রেল পুলিশ সূত্রে খবর, এক একটি বস্তার ভিতরে ত্রিশ কার্টুন কাশির সিরাপ ছিল৷ প্রতিটি কার্টুনে ছিল তিনশোটি বোতল৷ সবমিলিয়ে ৯০০ লিটার কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে৷