এই মাসটাই শেষ, ফেব্রুয়ারি থেকে টোটোর দাপাদাপি শেষ! বিরাট পদক্ষেপ
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Toto restriction- এবার গ্রামের টোটো শহরে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতি সোম, বুধ ও শুক্র এই তিনদিন শহরে চলবে সবুজ রংয়ের টোটো। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার চলবে নীল রংয়ের টোটো।
advertisement
1/7

টোটোর দৌরাত্ম কমাতে এবার নতুন কিছু পদক্ষেপ রায়গঞ্জ পৌরসভার। শহরে দিনের পর দিন টোটো গাড়ি বৃদ্ধি পাওয়ায় দেখা দিচ্ছে যানজটের সমস্যা । শহরে যানজট কমাতে তাই নতুন কিছু সিদ্ধান্ত গ্রহণ করল রায়গঞ্জ পৌরসভা।
advertisement
2/7
এবার গ্রামের টোটো শহরে সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতি সোম, বুধ ও শুক্র এই তিনদিন শহরে চলবে সবুজ রংয়ের টোটো। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি ও রবিবার চলবে নীল রংয়ের টোটো।
advertisement
3/7
এছাড়াও আরও অনেক নতুন নতুন নিয়ম লাগু করা হয়েছে শহরে টোটো চলাচলের উপর। জানা যাচ্ছেসরকারি নির্দেশিকা অনুসারে জাতীয় সড়ক এবং রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। টোটোর ডান দিকে যাত্রী ওঠানামা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
advertisement
4/7
এছাড়া যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে টোটোর সামনে পিছনে লাইট লাগানো জরুরি। লাইট লাগানো-সহ লাইট ভিস্যুয়াল রিফ্লেটার লাগানো বাধ্যতামূলক। টোটোর চালক হিসেবে কোনও ড্রাইভার নিয়োগ করা যাবে না। এছাড়া পৌরসভার টিআইএন নাম্বার ছাড়া অন্য কোনও টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।
advertisement
5/7
টোটো চালকের পরিচয় পত্র সংক্রান্ত কিউআর কোড জনসাধারণের জ্ঞাতার্থে টোটোর সামনের কাচ লাগানো বাধ্যতামূলক।এই শর্তগুলো লঙ্ঘন হলে পুরসভা টোটোচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গিয়েছে। টোটোর কারণেই মূলত শহরের যানজট। তবে রাত দশটা থেকে পরদিন সকাল সাতটা পর্যন্ত উভয় রংয়ের টোটো চলাচলে কোনও বিধিনিষেধ নেই বলে জানা গিয়েছে।
advertisement
6/7
অনেকের মনে প্রশ্ন জাগছে যে, গ্রাম থেকে টোটো করে রোগী এবং ছাত্রছাত্রীদের নিয়ে আসার ক্ষেত্রে পুরসভার কী পদক্ষেপ রয়েছে। যদিও সেই বিষয়ে ‘ছাড়’ রয়েছে বলে আশ্বস্ত করেছে রায়গঞ্জ পুরসভা।
advertisement
7/7
গ্রামের কেউ অসুস্থ হলে বা গ্রাম থেকে ছাত্রছাত্রী টোটোতে আসার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না। ট্রাফিক প্রশাসন সেই টোটোগুলোকে শনাক্ত করে তবেই শহরে ঢুকতে দেবে।-পিয়া গুপ্তা