Rabindrajayanti 2023: সমতল থেকে পাহাড়, রবীন্দ্রনাথে মাতল গোটা বাংলা! কবির জন্মতিথিতে উৎসবের মেজাজ উত্তরবঙ্গে
- Published by:Salmali Das
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
পাহাড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল পঁচিশে বৈশাখ। উৎসাহের খামতি ছিল না পাহাড়েও। দার্জিলিংয়ের মংপু এবং কালিম্পংয়ের গৌরিপুরে পালিত হল রবীন্দ্র জয়ন্তী।
advertisement
1/6

পাহাড়েও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল পঁচিশে বৈশাখ। উৎসাহের খামতি ছিল না পাহাড়েও। দার্জিলিংয়ের মংপু এবং কালিম্পংয়ের গৌরিপুরে পালিত হল রবীন্দ্র জয়ন্তী।
advertisement
2/6
যার মধ্য দিয়ে টেলিফোনে জুড়েছিল কলকাতা এবং কালিম্পং। এই গৌরিপুরেই কবির ৮০তম জন্মদিন পালিত হয়েছিল জাঁকজমকভাবে। ছিলেন বৌদ্ধ সাধুরাও। সেই বিশ্বকবির স্মৃতিবিজরিত গৌরিপুরে আজ ১৬২তম জন্মজয়ন্তী পালিত হল।
advertisement
3/6
মিলনী ক্লাবের উদ্যোগে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে অংশ নেন পর্যটকেরাও।এসেছিলেন বাংলাদেশ থেকে পর্যটকেরাও। রবীন্দ্রনাথের গান, আবৃত্তির মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা জানানো হয়। মিলনী ক্লাবের কর্তা সুব্রত মান্না জানান, প্রতিবারের মতোই এর আয়োজন করা হয়। শীঘ্রই ভবনটি সংস্কারের কাজ শুরু করা হবে। এর জন্যে অর্থও বরাদ্দ করেছে রাজ্য।
advertisement
4/6
অন্যদিকে দার্জিলিংয়ের মংপুতে সাড়ম্বরে পালিত হল বিশ্বকবির ১৬২ তম জন্মজয়ন্তী। মংপুর রবীন্দ্র ভবনে বিশ্বকবি ১৯৩৮ থেকে ১৯৪০-এর মধ্যে চার বার এসেছিলেন। এখানেই বসে বিশ্বকবি "জন্মদিন" কবিতাটি লিখেছিলেন। এখানেই রয়েছে রবীন্দ্র সংগ্রহশালা।
advertisement
5/6
আজ মংপুতে বিশ্বকবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান, জিটিএর চিফ এগজিকিউটিভ অনীত থাপা, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম সহ অন্য বিশিষ্টজনেরা। পরে নাচে, গানে বিশ্বকবিকে প্রণাম জানায় শিল্পীরা।
advertisement
6/6
আগামীদিনে এই রবীন্দ্র ভবনকে ঘিরেই মংপুতে আরও পর্যটনের প্রসারে উদ্যোগী জিটিএ এবং রাজ্য পর্যটন দপ্তর। পাশেই রয়েছে সিঙ্কোনা প্লানটেশন। সবমিলিয়ে রবীন্দ্র জয়ন্তীতে মেতে ওঠে জোড়াসাঁকো থেকে পাহাড়।