TRENDING:

কখনও ছাগল নিয়ে পালাচ্ছিল, কখনও মুরগী! অবশেষে পাকড়াও হল সেই বিরাট ময়াল

Last Updated:
তবে এক চিন্তার বিষয়ও উঠে এসেছে। গত কয়েক মাসে জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে একাধিক অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। পরিবেশপ্রেমীদের মতে, এই ধরণের পুনরাবৃত্তি স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ভাল লক্ষণ নয়।
advertisement
1/5
কখনও ছাগল নিয়ে পালাচ্ছিল, কখনও মুরগী! অবশেষে পাকড়াও হল সেই বিরাট ময়াল
তিস্তা নদীতে ভেসে এসে এলাকায় ত্রাস চলাচ্ছিল গত কয়েকদিন ধরে। কখনও কারও ছাগলের ঘরে, কখনও আবার কারও মুরগির খোপে দেখা মিলছিল এই সাপটির। তবে প্রতিবারই ধরা পড়ার আগেই পালিয়ে যাচ্ছিল সে।
advertisement
2/5
অবশেষে গভীর রাতে ঘটনাটি নজরে আসে। রাস্তার ওপর টানটান হয়ে শুয়ে থাকা সাপটিকে প্রথম দেখতে পান এলাকার বাসিন্দারা। গাড়ির আলো পড়তেই বোঝা যায় এটি একটি বিশাল অজগর সাপ।
advertisement
3/5
এরপর স্থানীয়রা দ্রুত চারদিক ঘিরে ফেলে এবং খবর দেয় পরিবেশপ্রেমী দলকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তারা নিরাপদে সাপটিকে উদ্ধার করেন। জানা গেছে, তিস্তা সেতু সংলগ্ন জাতীয় সড়কের ধারে প্রায় নয় ফিট লম্বা ওই অজগর সাপটিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলের সদস্য অঙ্কুর বাবু জানান, এর আগেও একই জায়গা থেকে সাপটি দেখা গেছে বলে ফোন এসেছিল, কিন্তু তখন ধরা যায়নি।
advertisement
4/5
অবশেষে আজ রাতে আমরা সফলভাবে উদ্ধার করতে পেরেছি। উদ্ধার হওয়া সাপটিকে আজই বনদফতর হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবেশপ্রেমীরা।
advertisement
5/5
তবে এক চিন্তার বিষয়ও উঠে এসেছে। গত কয়েক মাসে জলপাইগুড়ি শহর ও পার্শ্ববর্তী এলাকা থেকে একাধিক অজগর সাপ উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে। পরিবেশপ্রেমীদের মতে, এই ধরনের পুনরাবৃত্তি স্থানীয় বাস্তুতন্ত্রের ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা ভাল লক্ষণ নয়।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
কখনও ছাগল নিয়ে পালাচ্ছিল, কখনও মুরগী! অবশেষে পাকড়াও হল সেই বিরাট ময়াল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল