Dhupguri Python : মুরগি খেতে এসে খামারের জালে নিজেই আটকে পড়ল ১১ ফুট লম্বা বিশাল অজগর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Dhupguri Python : বুধবার সকালবেলা মুরগি ফার্মের মালিক তপন রায় পোল্ট্রির মুরগি দেখার জন্য খামারে গেলে প্রথম তাঁর নজরে আসে সাপটি ।
advertisement
1/5

মুরগি খেতে এসে জালে আটকা পড়ল ১১ ফুট লম্বা অজগর । এই ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের নিরঞ্জন পাঠ গ্রামের শিল্পী পাড়া এলাকায়। (প্রতিবেদন : রকি চৌধুরী)
advertisement
2/5
বুধবার সকালবেলা মুরগি ফার্মের মালিক তপন রায় পোল্ট্রির মুরগি দেখার জন্য খামারে গেলে প্রথম তার নজরে আসে সাপটি । দেখেন, ফার্মের ভেতরে জালের মধ্যে আটকে রয়েছে প্রায় ১১ ফুট লম্বা পাইথন।
advertisement
3/5
এর পর এই খবরটি ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ ভিড় জমান সেই গ্রামে সাপ দেখতে। খবর দেওয়া হয় সোনাখালি বিটের বনকর্মীদের। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তারা, জালের মধ্যে আটকে থাকা পাইথনটিকে উদ্ধার করা হয়।
advertisement
4/5
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পাশের সোনাখালি জঙ্গল থেকেই বেরিয়ে ছিল পাইথনটি । কিছুদিন আগেই পাশের মল্লিকশোভা গ্রাম থেকে একটি অজগর সাপ উদ্ধার করেন বনকর্মীরা ।
advertisement
5/5
মাঝে মধ্যেই লোকালয়ে অজগর ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। সাপটিকে উদ্ধারের পর সোনাখালি জঙ্গলে নিয়ে গিয়ে বনকর্মীরা ছেড়ে দেন বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।