Traffic Rules : কুয়াশার সঙ্গে শীতের দাপট, রাস্তায় বাইক, গাড়ি চালানোর এখন সব থেকে গুরুত্বপূর্ণ এই নিয়ম, জেনে রাখুন
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
Traffic Rules : শীতের দাপট শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলাজুড়ে। সন্ধ্যাবেলায় বাড়তে থাকে কুয়াশা ও হাওয়ার দাপট। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত প্রধান সড়ক ও এশিয়ান হাইওয়েতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ।
advertisement
1/5

আলিপুরদুয়ার, অনন্যা দে: শীতের দাপট শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলাজুড়ে। সন্ধের সময় বাড়তে থাকে কুয়াশা ও হাওয়ার দাপট। সন্ধে থেকে ভোর রাত পর্যন্ত প্রধান সড়ক ও এশিয়ান হাইওয়েতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখছে আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ।
advertisement
2/5
গভীর রাত থেকেই ভোর পর্যন্ত প্রতিদিন আলিপুরদুয়ার জেলা ট্রাফিক পুলিশ ট্রাক চালকদের জল ও চা প্রদান করেছে। এই পদক্ষেপ চালকদের সচেতন রাখতে এবং ও একই সঙ্গে ক্লান্তির কারণে দুর্ঘটনা প্রতিরোধ করতে নেওয়া হয়েছে বলে জানা যায়।
advertisement
3/5
শীতের শুরু, সঙ্গে বাড়ছে রাস্তায় মুশকিল। ঘন কুয়াশার কারণে ভোরবেলা গাড়ি চালানো কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। পুলিশের পক্ষ থেকে কিছু ট্রাফিক গাইডলাইন দেওয়া হয়েছে গাড়ির চালকদের উদ্দেশ্যে।
advertisement
4/5
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি প্রয়োজন না থাকলে ঘন কুয়াশায় গাড়ি চালানো এড়িয়ে চলতে। ফগ লাইট ব্যবহার করতে হবে এবং গাড়ির গতি কম রাখতে হবে।এছাড়াও অন্য গাড়ির থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। সঠিক লেনে গাড়ি চালাতে হবে। অকারণ লেন পরিবর্তন করা যাবে না।
advertisement
5/5
গাড়ির উইন্ডস্ক্রিন ও হেডলাইট পরিষ্কার রাখতে হবে। গাড়িতে প্রথমিক চিকিৎসার সামগ্রী ও জরুরি জিনিস রাখতে হবে। নিজেকে হাইড্রেটেড রাখতে হবে এবং ক্লান্তি এড়াতে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে।