এক ঘণ্টার IC! ক্লাসরুম ছেড়ে থানার চেয়ারে বসে অফিস করল প্রিয়া
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই প্রসঙ্গে ওই ছাত্রী বলেন, আজ নিজেই আইসি-র চেয়ারে বসে উপলব্ধি এবং শিখছি কীভাবে থানার কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। অন্যদিকে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দও বলেন, পড়ুয়াদের থানার বিষয়ে জানা উচিত
advertisement
1/5

চেয়ারে বসেই হারিয়ে যাওয়া মোবাইল ফোন গ্রাহকের হাতে তুলে দিল ক্ষুদে আইসি! অবাক হচ্ছেন? পুলিশ দিবসে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। পুলিশের প্রশাসনিক দফতরে কাজ কীভাবে হয়? পড়ুয়াদের সেই বিষয়ে অবগত করতে এই উদ্যোগ। পুলিশ দিবসে আইসি হলেন ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী।
advertisement
2/5
সোমবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে পুলিশ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এই বিশেষ দিনটিকে পালন করছে জলপাইগুড়ি জেলা পুলিশ। তারই অঙ্গ হিসেবে এদিন কোতোয়ালি থানার আইসি'র দায়িত্ব সামলাতে দেখা গেল শহরের নামি ইংরেজি মাধ্যম স্কুলের এই ছাত্রীকে।
advertisement
3/5
১ ঘণ্টার জন্য আইসি'র দায়িত্ব সামলানোর মধ্যেই বহু অভিযোগ জমা পড়ল এই খুদের কাজে। সেইসব অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলে দিলেন গ্রাহকের কাছে।
advertisement
4/5
পুলিশ প্রশাসনের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের কাছে। এই প্রসঙ্গে ক্ষণিকের আইসি প্রিয়া দত্ত গুহ বলেন, আজ পুলিশ দিবস। সেই উপলক্ষে এই কর্মসূচির জন্য আমাকে স্কুল থেকে নির্বাচিত করে এখানে পাঠানো হয়েছে।
advertisement
5/5
এই প্রসঙ্গে ওই ছাত্রী বলেন, আজ নিজেই আইসি-র চেয়ারে বসে উপলব্ধি এবং শিখছি কীভাবে থানার কাজকর্ম পরিচালনা করা হয়ে থাকে। অন্যদিকে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দও বলেন, পড়ুয়াদের থানার বিষয়ে জানা উচিত। সেই জন্যই পুলিশ দিবসে এই অভিনব উদ্যোগ।