TRENDING:

Indo Bhutan Relation: বন্যা সমস্যার সমাধানের আশা! ভুটানে চালু হল হাইড্রো পাওয়ার প্রকল্প, রাজার সঙ্গে থাকলেন মোদি

Last Updated:
ভুটানের রাজা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধন হয় এই প্রকল্পের।
advertisement
1/5
বন্যা সমস্যার সমাধানের আশা! ভুটানে চালু হল হাইড্রো পাওয়ার প্রকল্প, রাজার সঙ্গে থাকলেন মোদি 
আলিপুরদুয়ার, অনন্যা দে: বৃষ্টি হলেই ভুটানের জল ভারতে ঢুকে পড়ার সমস্যা রয়েছে। বিশেষ করে ডুয়ার্স এলাকার বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয় এই জল প্রবেশের ফলে। এই সমস্যার কিছুটা সমাধান হতে চলেছে কারণ ভুটানে ফুন্টশলিং-এর কাছে হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের উদ্বোধন হল।ভুটানের রাজা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উদ্বোধন হয় এই প্রকল্পের। শুধু জল সমস্যার সমাধান নয়। এই প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ দু’দেশের কাজে আসবে বলে জানা গিয়েছে।
advertisement
2/5
৫ অক্টোবর, ২০২৫ এই দিনটি ভুলতে পারবে না ডুয়ার্স এলাকার বাসিন্দারা। মেঘভাঙা বৃষ্টি ভুটান ও ভারতের ডুয়ার্স এলাকায় হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় ডুয়ার্সবাসী। বন্যা পরিস্থিতি দেখা যায় নাগরাকাটা, বানারহাট, শালকুমার, কালচিনির একাংশে।
advertisement
3/5
সে সময় ভুটানের ফুন্টশলিং এলাকার কাছে অবস্থিত একটি বাঁধ থেকে ছেড়ে দেওয়া হয়েছিল জল। সেই জল তোর্ষা নদীর পরিস্থিতি ভয়াবহ করে তুলেছিল। এই রকমের পরিস্থিতির মোকাবিলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/5
এই প্রকল্প ছাড়াও ভুটানের গেলেফুতে ইমিগ্রেশন চেকপোস্ট খোলা হল। ভারত -ভুটান রেল যোগাযোগ ব্যবস্থা খুব শীঘ্রই চালু হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটানে জানিয়েছেন। নিরাপত্তার স্বার্থে এই চেক পোস্ট গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে।
advertisement
5/5
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুটানের রাজা ও রানির সঙ্গে থিম্পু বুদ্ধিস্ট মনিস্ট্রিতে পিস প্রেয়ার ফেস্টিভ্যাল যোগ দেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য বিশ্ব শান্তি কামনা করা। বুদ্ধিস্ট মনেস্ট্রিতে প্রার্থনা করতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Indo Bhutan Relation: বন্যা সমস্যার সমাধানের আশা! ভুটানে চালু হল হাইড্রো পাওয়ার প্রকল্প, রাজার সঙ্গে থাকলেন মোদি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল