Dooars Tourism: প্রাকৃতিক দুর্যোগে কতটা ক্ষতির মুখে ডুয়ার্স! নভেম্বর, ডিসেম্বরে গেলে ঘুরতে পারবেন তো? যা জানাচ্ছেন ব্যবসায়ীরা...
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dooars Tourism: পর্যটন ব্যবসায়ীদের দাবি, ডুয়ার্সে তেমন বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রকৃতির রূপ এখনও অপরূপ। তাই সকলকে অনুরোধ আসুন, ডুয়ার্সে ঘুরে যান এখানকার সৌন্দর্য উপভোগ করুন। প্রকৃতির কোলে ফের জীবন ও পর্যটনের ছন্দে ভরছে বন্যাপীড়িত ডুয়ার্স।
advertisement
1/5

*ডুয়ার্সের পর্যটকদের জন্য আকর্ষণ বাড়াতে চালু হয়েছে ট্রয়ট্রেন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ডুয়ার্স এখন ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। কয়েকদিন আগেও জলস্ফীতি এতটাই বেড়ে গিয়েছিল যে, মানুষের পাশাপাশি বিপন্ন অবস্থায় পড়েছিল বন্যপ্রাণও।
advertisement
2/5
*গন্ডার, হরিণ-সহ একাধিক প্রাণীকে ভেসে যেতে দেখা যায়। সেই সঙ্গে বন্যার প্রভাব পড়ে পর্যটন ক্ষেত্রেও। একাধিক পর্যটক তাঁদের বুকিং বাতিল করেন, বন্ধ হয়ে যায় জঙ্গল সাফারিও।
advertisement
3/5
*তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। বৃষ্টি না হওয়ায় এলাকা ধীরে ধীরে শুকিয়ে উঠছে। প্রশাসনের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত সেতু, কালভার্ট ও রাস্তা মেরামতির কাজ প্রায় শেষ পর্যায়ে। ফলে ডুয়ার্সে যোগাযোগ ব্যবস্থা এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে।
advertisement
4/5
*মাঝে দু'দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে জঙ্গল সাফারি। পর্যটকদের স্বাগত জানাতে নতুন আকর্ষণও যোগ হয়েছে এলাকায়। ডুয়ার্সের আপার কলাবাড়ির একটি বেসরকারি রিসর্টে চালু হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত টয়ট্রেন যা ঢালাই করা রাস্তার উপর দিয়ে রিসর্টের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে দর্শনার্থীদের।
advertisement
5/5
*পর্যটন ব্যবসায়ীদের দাবি, "ডুয়ার্সে তেমন বড় ক্ষয়ক্ষতি হয়নি। প্রকৃতির রূপ এখনও অপরূপ। তাই সকলকে অনুরোধ আসুন, ডুয়ার্সে ঘুরে যান এখানকার সৌন্দর্য উপভোগ করুন। প্রকৃতির কোলে ফের জীবন ও পর্যটনের ছন্দে ভরছে বন্যাপীড়িত ডুয়ার্স।