শুনলে মন খারাপ হয়ে যাবে...! দারুণ জায়গা হলেও, এখানে আর পিকনিক করা যাবে না, কেন জানেন?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এই সিদ্ধান্তে ডুয়ার্স প্রেমীদের মন খারাপ হলেও খুশি পরিবেশপ্রেমীরা। তাদের কথায়, মূর্তি নদী ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখবে।
advertisement
1/5

মূর্তি নদী সংলগ্ন এলাকায় বন্ধ হল পিকনিক!একদিকে শীতের দাপট অন্যদিকে নতুন বছরের আগমন। ডুয়ার্স জুড়ে এখন পিকনিকের আমেজ।
advertisement
2/5
কিন্তু, নদী পাড়ে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একসঙ্গে হইহই করে পিকনিক করার আনন্দে বাধ সাধল বন দফতরের নির্দেশিকা। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে , নদী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিক চিন্তা করে ডুয়ার্সের মূর্তি নদী সংলগ্ন এলাকায় পিকনিক বন্ধ করার নির্দেশ দিল বনদফতর।
advertisement
3/5
পিকনিক হলেই জমে থাকা প্লাস্টিক, খাবারের উচ্ছিষ্ট এবং অন্যান্য বর্জ্য নদীর জল ও আশেপাশের পরিবেশ দূষিত করত। তবে এবার সেসব রুখতে এই সিদ্ধান্ত।
advertisement
4/5
পরিবেশপ্রেমী অনির্বাণ মজুমদার এ বিষয়ে বলেন, প্রত্যেক বছর এই সময়ে ডুয়ার্স পর্যটকদের আগমন বাড়ে। শীত এবং পিকনিকের মরশুমে অনেকেরই পছন্দের জায়গা মূর্তি নদী। তবে এখানে পিকনিক করতে আসায় নোংরা আবর্জনা ভরে যায় এলাকা। তাই বনদফতরের এই সিদ্ধান্তকে সাধুবাদ।
advertisement
5/5
এই সিদ্ধান্তে ডুয়ার্স প্রেমীদের মন খারাপ হলেও খুশি পরিবেশপ্রেমীরা। তাদের কথায়, মূর্তি নদী ও তার আশেপাশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখবে।