TRENDING:

Pelling to Siliguri: আনন্দ-ফূর্তি সব হয়ে গেল ফিকে, চার মহিলা সহ ট্যুরিস্ট গাড়িতে ভেঙে পড়ল বিশাল গাছ, সিকিম-শিলিগুড়ির রাস্তায় চরম আতঙ্ক

Last Updated:
Pelling to Siliguri: পেলিং থেকে শিলিগুড়ি ফেরার পথে গাছ ভেঙে পড়ে  আহত পর্যটকদের
advertisement
1/5
আনন্দ-ফূর্তি সব হয়ে গেল ফিকে, চার মহিলা সহ ট্যুরিস্ট গাড়িতে ভেঙে পড়ল বিশাল গাছ
জলপাইগুড়ি: জাতীয় সড়কে পর্যটক বোঝাই গাড়ির উপর ভেঙে পড়ল আস্ত একটি গাছ। ঘটনায় গুরুতর জখম একাধিক পর্যটক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটক মহলে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাংলা সিকিম সীমান্তের চিত্রে'তে। এদিন সকালে সিকিমের পেলিং থেকে ফিরছিল পর্যটক বোঝাই একটি চারচাকা গাড়ি। গাড়িটিতে আটজন কলকাতার পর্যটক ছিলেন। যার মধ্যে চারজন মহিলা পর্যটক ছিলেন। গাড়িটি পর্যটকদের নিয়ে শিলিগুড়ি ফিরছিল।
advertisement
2/5
চিত্রের কাছে নামার সময় আচমকা ওই গাড়িটির উপর ভেঙে পরে একটি বিশাল গাছ। গাছের নীচে চাপা পরে যায় গাড়িটি। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়ির চালক ও সামনের সিটে থাকা যাত্রী। তবে চালক গুরুতর জখম রয়েছে। পাশাপাশি ঘটনায় জখম হয়েছেন তিন মহিলা ও একজন পুরুষ পর্যটক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিম্পং থানার পুলিশ।
advertisement
3/5
স্থানীয়দের সাহায্যে পর্যটকদের উদ্ধার করে কালিম্পং হাসপাতালে নিয়ে যায়। যদিও বাকিরা নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
advertisement
4/5
পরে বন দফতরের কর্মীরা গাছটি কেটে সরালে সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। পর্যটকদের চিকিৎসা সহ বাকিদের থাকার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
advertisement
5/5
কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মমনিয়ম বলেন, "কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। আহত পর্যটকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিন্তার কোন কারণ নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।" সূত্রের খবর যারা আহত তিনজন হয়েছে তাদের বাড়ি কলকাতায় কলকাতা নেতাজি মহাবিদ্যালয় পড়ুয়া এবং তারা সিকিমে ঘুরতে গিয়েছিল। ঘটনাটি ঘটে ১০ নম্বর জাতীয় সড়কে। Input- Surajit Dey/ Sujoy Dey
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Pelling to Siliguri: আনন্দ-ফূর্তি সব হয়ে গেল ফিকে, চার মহিলা সহ ট্যুরিস্ট গাড়িতে ভেঙে পড়ল বিশাল গাছ, সিকিম-শিলিগুড়ির রাস্তায় চরম আতঙ্ক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল