দোকানের ভিতর ঝুলছে... ইয়া লম্বা, কোন প্রাণী এটা? সামনে আসতেই ছিটকে গেল সবাই, তুলকালাম
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
জলপাইগুড়ি শহরের লোহার দোকানে আচমকাই দেখা মিলল এক বিশাল আকৃতির অজগরের। সকালবেলায় দোকানের দরজা খুলতেই দেখা যায়—ঘরের ভেতর ঝুলছে প্রায় ১৭ ফুট লম্বা অজগর! মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
advertisement
1/5

দোকানের ভিতর ঝুলছে। বুঝতে পেরেই শিউরে উঠলেন স্থানীয়রা। জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটি এলাকার লোহার দোকানের দরজা খুলতেই আচমকাই দেখা মিলল এক বিশাল আকৃতির অজগরের।
advertisement
2/5
সকালবেলায় দোকানের দরজা খুলতেই দেখা যায়—ঘরের ভেতর ঝুলছে প্রায় ১৭ ফুট লম্বা অজগর। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রথমে ভয় পেয়ে যায় স্থানীয়রা, তারপর কৌতূহল চেপে রাখতে না পেরে অজগর দেখতে ভিড় জমায় সবাই।
advertisement
3/5
আশ্চর্যের বিষয়, কীভাবে শহরের প্রাণকেন্দ্রে এসে পৌঁছাল এত বড় অজগর—তা নিয়ে প্রশ্ন উঠেছে পরিবেশপ্রেমীদের মনে। তাহলে কি আশপাশে আরও অজগর রয়েছে?
advertisement
4/5
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবেশ ও সর্পপ্রেমী অঙ্কুর দাস। তিনি সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেন। জানান, “এত বড় অজগর জলপাইগুড়ি শহরের ভিতর থেকে এর আগে কখনও উদ্ধার হয়নি। এর দৈর্ঘ্য প্রায় ১৭ ফুট।”
advertisement
5/5
অজগরের হঠাৎ শহরে প্রবেশে একদিকে যেমন কৌতূহল বাড়ছে, অন্যদিকে বাড়ছে আতঙ্কও। তবে উদ্ধার করতে পারায় খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা।