Payel Sarkar : কালিম্পং-এ জমে উঠেছে 'জতুগৃহ'! পাহাড়ি পথে উষ্ণতা ছড়িয়ে অন্য পায়েল...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
সম্প্রতি ইনস্টাগ্রামে পায়েল (Payel Sarkar) তাঁর নতুন লুক-এর ঝলক পোস্ট করেছেন। 'জতুগৃহ'-এ নিষাদঞ্জের এক ধনী চা বাগানের মালিকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে পায়েলের নাম 'মেলিসা'।
advertisement
1/5

এক ঝাঁক টলিপাড়ার তারকাদের, এখন অস্থায়ী ঠিকানা পাহাড়ে ঘেরা কালিম্পং শহর। 'জতুগৃহ' ছবির জন্য সেখানে ইতিমধ্যেই হাজির হয়েছিলেন বনি সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়।এবার যোগ দিলেন পায়েল সরকারও।
advertisement
2/5
এই ছবির মুখ্য নারী চরিত্র পায়েল। নির্বাচনের পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে পায়েল তাঁর নতুন লুক-এর ঝলক পোস্ট করেছেন। 'জতুগৃহ'-এ নিষাদঞ্জের এক ধনী চা বাগানের মালিকের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে পায়েলের নাম 'মেলিসা'।
advertisement
3/5
ছবিতে পায়েলের যে লুক তাঁর মধ্যে রয়েছে একটু ভিন্টেজ-এর ছোঁয়া। হান্টার বুট, ওভারকোট, শর্ট স্কার্ট, সফ্ট কার্ল্ড চুল, সব মিলিয়ে নায়িকার সাজ পোশাকের মধ্যে একটা ভিন্ন 'ডাইমেনশন' রাখতে চেয়েছেন পরিচালক সপ্তাশ্ব।
advertisement
4/5
এছাড়াও ছবিতে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 'জতুগৃহ'-ছবিতে তিনি ৬০ বছরের বৃদ্ধ যাজক জোসেফ-এর চরিত্রে অভিনয় করছেন। থ্রিলার ধর্মী এই ছবিতে রয়েছে 'হরর' ইলিমেন্ট। সঙ্গে প্রেমের সমীকরণও রয়েছে গল্পের বুননে।
advertisement
5/5
এ ছবিতে অল্পবয়সী হোটেল ম্যানেজারের ভূমিকায় দেখা যাবে বনিকে। তাঁর চোখ দিয়েই দর্শক এই ছবির গল্প দেখবেন, এমনটাই জানিয়েছেন পরিচালক। আপাতত কালিম্পঙ-এর ঝিরঝিরে বৃষ্টি ভেজা পাহাড়ের কোলেই জমে উঠছে জতুগৃহ!