North Bengal Weather: ফের নিম্নচাপের হুঁশিয়ারি! জারি কমলা সতর্কতা, বৃষ্টিতে ভাসবে উত্তরের কোন কোন জেলা? বড় আপডেট দিল হাওয়া অফিস
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
North Bengal Weather: উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে।
advertisement
1/8

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ু প্রবাহ এবং তীব্র আর্দ্রতার উপস্থিতির কারণে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/8
গতকাল শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় কমলা সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। যার ফলে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাতের (০৭-২০ সেমি) সম্ভাবনা রয়েছে।
advertisement
3/8
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে।
advertisement
4/8
মালদহ ও দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে বিশেষ কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। তবে হালকা ছিটেফোঁটা কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/8
শনিবার সকাল থেকেই মালদহ জেলায় আকাশ পরিষ্কার থাকায় রোদের দেখা মিলেছে। আগামী কিছুদিন মালদহ সহ গৌড়বঙ্গর জেলাগুলিতে কিছুটা হলেও বৃষ্টি থেকে স্বস্তি মিলছে জেলাবাসীদের বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস তথ্যে খবর।
advertisement
6/8
বিগত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ .৮ মিলিমিটার ও শিলিগুড়িতে ০০৬.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং জলপাইগুড়ি জেলায় ০১৯.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে মালদহ জেলায় আকাশ পরিষ্কার থাকায় কোনরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি।
advertisement
7/8
মালদহ-সহ গৌড়বঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
advertisement
8/8
পার্বত্য জেলা দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।