তবে এই রুটে রাতের মেট্রো পরিষেবার সময়সীমা বাড়বে। রাত ৯টা ২৮ মিনিটের বদলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫১ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯টা ৩৩ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
advertisement
গ্রিন লাইন
মেট্রো রেলওয়ে সোমবার গ্রিন লাইনে ২২৬টি পরিষেবার পরিবর্তে ১২০টি পরিষেবা চালাবে। ইয়েলো লাইনে আজ ১২০টির বদলে ৫২টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। সকাল এবং রাতের মেট্রোর সময় বদলাচ্ছে। সকাল ৭টা ৫৫ মিনিটের বদলে সকাল ১০টায় নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং সকাল ৮টার বদলে সকাল ১০টা ২২ মিনিটে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়়া প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রাত ৮টার পরিবর্তে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর শেষ মেট্রো পাওয়া যাবে বিকেল ৫টা ৩৪ মিনিটে। রাত ৮টা ৫ মিনিটের পরিবর্তে জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত শেষ মেট্রো পরিষেবা বিকেল ৫টা ৫৪ মিনিটে পাওয়া যাবে।