TRENDING:

Bengal Border Alert: অপারেশন সিঁদুরের সাফল্য, বাংলাদেশ বর্ডারে কড়া নজরদারি BSF-র

Last Updated:
Operation Sindoor: সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি, কাঁটাতারের ওধারে নজর রাখতে প্রস্তুত জওয়ানরা । বিএসএফ জওয়ানদের যুদ্ধকালীন প্রস্তুতি চোখে পড়ার মতো। সীমান্তের ওপার থেকে আসা যে কোনও আশঙ্কা ঠেকাতে তৈরি বাহিনী।
advertisement
1/5
অপারেশন সিঁদুরের সাফল্য, বাংলাদেশ বর্ডারে কড়া নজরদারি BSF-র
অপারেশন সিঁদুরের পর জলপাইগুড়ি সীমান্তে কড়া প্রহরা, দিনরাত টহলে ব্যস্ত বিএসএফ।ভারতের ‘অপারেশন সিঁদুর’ সফল হতেই জলপাইগুড়ি সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিএসএফের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিগুলিতে। সকাল থেকে রাত পর্যন্ত টহল ও নজরদারিতে কোনও ফাঁক রাখা হবে না।
advertisement
2/5
পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে জলপাইগুড়ি ও রাজগঞ্জের সীমান্তবর্তী গ্রামের মানুষ। বিভিন্ন স্থানে পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে দেখা গেল সাধারণ মানুষকে। সেনা অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবিও উঠেছে জনতার মুখে।
advertisement
3/5
অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে রাজগঞ্জ সীমান্তে তল্লাশি অভিযান চালাচ্ছে বিএসএফ। সন্দেহভাজন গতিবিধির উপর নজর রাখতে ব্যবহার করা হচ্ছে ড্রোন। সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
advertisement
4/5
সীমান্ত গ্রামে আতঙ্ক নয়, বরং আত্মবিশ্বাস—বিএসএফের পাশে জনতা। বিএসএফের টহলে সীমান্ত এলাকায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। কোনও রকম আতঙ্ক নয়, বরং দেশের পাশে থাকার বার্তা দিচ্ছে গ্রামবাসীরা। সীমান্তে গর্বের সঙ্গে জাতীয় পতাকা ওড়াতে দেখা গেল অনেক পরিবারকে।
advertisement
5/5
সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি, কাঁটাতারের ওধারে নজর রাখতে প্রস্তুত জওয়ানরা । বিএসএফ জওয়ানদের যুদ্ধকালীন প্রস্তুতি চোখে পড়ার মতো। সীমান্তের ওপার থেকে আসা যে কোনও আশঙ্কা ঠেকাতে তৈরি বাহিনী। তাঁবু, আগ্নেয়াস্ত্র ও নজরদারি যন্ত্রে সাজানো হয়েছে সীমান্তচৌকি।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Bengal Border Alert: অপারেশন সিঁদুরের সাফল্য, বাংলাদেশ বর্ডারে কড়া নজরদারি BSF-র
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল