Kalimpong tour: শুধু পরিচ্ছন্নতায় নয়, মোহিনী সৌন্দর্যেও সেরা কালিম্পংয়ের সবচেয়ে পরিষ্কার গ্রাম
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Kalimpong Tour: কালিম্পং জেলার ২ নং ব্লকের ১৫ মাইল এলাকায় অবস্থিত এই দালপাচাঁদ গ্রাম। কালিম্পং জেলার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মডেল গ্রাম হিসেবে এই গ্রামের নাম উঠে এসেছে।
advertisement
1/5

কালিম্পং: মেঘালয়ের সব থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন মাওলাইনং গ্রামের ছোঁয়া এবার কালিম্পংয়ের পাহাড়ে। সাধারণত মাওলাইনং গ্রামকে এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে মনে করা হয়, এই গ্রাম ইতিমধ্যেই জিতেছে বহু খেতাব। (Image: Facebook/Tapas Das)
advertisement
2/5
তবে জানলে অবাক হবেন কালিম্পংয়েও এমন একটি অসম্ভব সুন্দর গ্রাম রয়েছে। যেই গ্রামে বসবাসকারী মানুষেরাই নিজেদের গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বেশি উদ্যোগী। (Image: Facebook/Tapas Das)
advertisement
3/5
কালিম্পং জেলার ২ নং ব্লকের ১৫ মাইল এলাকায় অবস্থিত এই দালপাচাঁদ গ্রাম। কালিম্পং জেলার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মডেল গ্রাম হিসেবে এই গ্রামের নাম উঠে এসেছে। কালিম্পং জেলার জেলা প্রশাসক বালাসুব্রমণিয়ান টি আনুষ্ঠানিকভাবে কালিম্পং জেলার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এই দালাপপচাঁদ গ্রামের কথা ঘোষণা করেন। (Image: Facebook/Tapas Das)
advertisement
4/5
এই প্রসঙ্গে কালিম্পং জেলার জেলা প্রশাসক বালাসুব্রবৃহ্মণ্যম টি বলেন, "দালপাচাঁদ গ্রাম দীর্ঘদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনায় এক নতুন দিশারি। এই গ্রামের রাস্তাগুলি এবং গ্রামের পরিবেশ অসাধারণভাবে পরিষ্কার, এই গ্রামে কোথাও ময়লা দেখা যায় না। গ্রামবাসীরা নিজস্ব উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনায় অনবদ্য কাজ করেছেন"। দীর্ঘদিন থেকে ধারাবাহিকতার সঙ্গে এই গ্রামের মানুষেরা নিজেদের গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে শীর্ষস্থানে নিয়ে গিয়েছে এই জন্য এই গ্রামের পালকে জুড়েছে প্রচুর পুরস্কার। (Image: Facebook/Tapas Das)
advertisement
5/5
এই গ্রাম কতটা সুন্দর, নিজের চোখেই একবার দেখে আসতে পারেন। এই গ্রাম যেন বিদেশকেও হার মানায়। যেমন রাস্তাঘাট, তেমন সবুজে ঘেরা প্রকৃতি, সেই সঙ্গে সবচেয়ে পরিষ্কার গ্রামের তকমা জুটেছে কালিম্পংয়ের এই দালাপচাঁদ গ্রামের পালকে। ছুটির দিনে বা অবসর সময়ে একবার ঘুরে আসুন এই গ্রাম থেকে নিমিষেই মন ভাল হয়ে যাবে।