Sick Elephant: সারাক্ষণ চোখে জল, যেখানে সেখানে শুয়ে বিশ্রাম নিচ্ছে! ডুয়ার্সের অসুস্থ হাতিকে নিয়ে চিন্তায় বন দফতর, কী অবস্থা গজরাজের দেখুন
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sick Elephant: ডুয়ার্সের ডামডিম এলাকায় এক অসুস্থ বৃদ্ধ হাতির ঘোরাফেরা। কখনও ধানের ক্ষেতে আহার সারছে, আবার কখনও মাঠের মাঝে শুয়ে পড়ছে। মন্থর গতিতে চলাফেরা করছে হাতিটি, যা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় মানুষ ও পরিবেশপ্রেমীদের মধ্যে। বুড়ো হাতির উপর নজর রাখছে বন দফতর।
advertisement
1/5

এনার টলমল পায়ের হাঁটাচলা চিন্তা বাড়াচ্ছে বন কর্মকর্তাদের। চলছে সর্বদা কড়া নজরদারি। চিন্তিত ডুয়ার্সের ডামডিমের মানুষ ও পরিবেশপ্রেমীরা। আসলে বিগত কয়েকদিন ধরে মাল ব্লকের ডামডিম বৌদ্ধ গুম্হা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে প্রায় পূর্ণবয়স্ক একটি হাতি। সে আবার অসুস্থ। তার উপস্থিতিতে সজাগ এলাকাবাসী থেকে বনদফতরের কর্মীরা। (ছবি ও তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
অসুস্থ সেই গজরাজ কখনও ধানের ক্ষেতে আহার সারছে, আবার কখনও মাঠের মাঝে শুয়ে পড়ছে। মন্থর গতিতে চলাফেরা করছে হাতিটি, যা উদ্বেগ বাড়িয়েছে স্থানীয় মানুষ ও পরিবেশপ্রেমীদের মধ্যে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটির উপর নিরবিচ্ছিন্ন নজরদারি চালানো হচ্ছে। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
advertisement
3/5
এর আগে একই হাতিটিকে রানীচেরা ও সাইলি চা বাগান এলাকায় দেখা গিয়েছিল। তখন বনকর্মীরা কালিম্পং জেলার ভুট্টাবাড়ি বনাঞ্চলে চিকিৎসা করেছিলেন। চিকিৎসার পর কিছুটা সেরে ওঠায় হাতিটি আবার জঙ্গলে ফিরে যায়, কিন্তু কয়েকদিনের মধ্যেই তাকে ডামডিম বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় দেখা দেয়।
advertisement
4/5
স্থানীয় বাসিন্দাদের দাবি, হাতিটির আচরণ স্বাভাবিক নয়। অত্যন্ত ধীরে চলাফেরা করছে, প্রায়ই শুয়ে বিশ্রাম নিচ্ছে। ফলে এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, কারণ ধান পাকার মরশুমে হাতির ক্ষেতে ঢোকার ঘটনা ক্রমেই বাড়ছে। একদিকে ফসল বাঁচানো অন্যদিকে অসুস্থ হাতিটিকে সুস্থভাবে জঙ্গলে ফেরানোর চেষ্টা - সব মিলেয়ে উভয় সংকট এলাকাবাসীরা। তবে তৎপর রয়েছে প্রশাসন।
advertisement
5/5
বনদফতরের এক আধিকারিক জানান, “আমরা হাতিটির চলাফেরায় নজরে রাখছি। প্রয়োজনে পশু চিকিৎসকদের সাহায্যে ফের চিকিৎসার ব্যবস্থা করা হবে"। অন্যদিকে, পরিবেশপ্রেমীরা বলছেন, এই ধরনের অসুস্থ বন্যপ্রাণীর যথাযথ পরিচর্যা না হলে জঙ্গলের বাস্তুতন্ত্রেও প্রভাব পড়তে পারে। তাই দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে। সব মিলিয়ে, ডামডিমের মাঠে ঘুরে বেড়ানো এই অসুস্থ হাতিটিকে ঘিরে এখন চিন্তা, কৌতূহল আর উদ্বেগ তুঙ্গে (ছবি ও তথ্য: সুরজিৎ দে)