Malda News: একেই বলে কপাল! আলু চাষ করতে গিয়ে মাটি কোপাতেই কী 'চকচক' করে উঠল?
- Reported by:Harashit Singha
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
জমিতে আলু লাগানোর সময় কোদালে মাটি কাটতে গিয়ে উঠে আসে এই জিনিসগুলো
advertisement
1/6

চাষের জমি থেকে বেরিয়ে আসল প্রাচীন মুদ্রা। জমিতে আলু লাগানোর সময় কোদালে মাটি কাটতে গিয়ে উঠে আসে প্রাচীন এই মুদ্রাগুলি। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গ্রাম জুড়ে। (হরষিত সিংহ)
advertisement
2/6
মালদহের গাজোল ব্লকের পান্ডুয়া আটগামা গ্রামের ঘটনা। এই গ্রামের পাশে মাঠে আলু লাগানোর কাজ করছিলেন আটজন শ্রমিক। তাদের কোদালের উঠে আসছে মোট ১৬ টি প্রাচীন মুদ্রা।
advertisement
3/6
প্রথমে শ্রমিকেরা এইগুলো বাড়ি নিয়ে যায়। গ্রামজুড়ে খবর চাউর হতেই গাজোল থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের মাধ্যমে উদ্ধার মুদ্রাগুলি মিউজিয়ামে রাখা হবে। শ্রমিক মনোজ মণ্ডল বলেন, আমরা আলু লাগানোর জন্য কোদালে কাজ করছিলাম। সেই সময় একটা দুটো করে কয়েন গুলো পাই। জলে ধুয়ে দেখি এগুলি রুপোর। প্রথমে আমরা বাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। পরে পুলিশ এগুলি নিয়ে গিয়েছে।
advertisement
4/6
এক সময় গৌড় ছিল বাংলার রাজধানী। একাধিক রাজার রাজধানী ছড়িয়ে ছিল মালদহ জুড়ে। এখনও গৌড়, আদিনা, পান্ডুয়ায় প্রাচীন বাংলার নিদর্শন রয়েছে। পান্ডুয়ায় প্রাচীন মসজিদ রয়েছে। রয়েছে নানান ধ্বংসাবেশ। মাঝেমধ্যেই পান্ডুয়ার বিভিন্ন প্রান্ত থেকে মাটি খনন করার সময় প্রাচীন মুদ্রা থেকে মূর্তি সহ নানান কিছু উদ্ধার হয়।
advertisement
5/6
গত কয়েকদিন আগে আটগামা গ্রামের মাঠে আলু লাগানোর জন্য ট্রক্টারে জমি চাষ করা হয়। সেই সময় এই প্রাচীন মুদ্রা গুলি মাটির ভেতর থেকে উঠে আসে। পরে শ্রমিকেরা আলু লাগানোর জন্য জমি তৈরি করছিলেন। সেই সময় তাদের কোদালে প্রাচীন মুদ্রা গুলি উদ্ধার হয়ে আসে। বাপি মণ্ডল বলেন, সবার প্রথমে আমি পেয়েছিলাম একটি। তারপর আরও অন্যান্য শ্রমিকেরা পায়। এরপরই গ্রামে খবর ছড়িয়ে পড়ে। আমাদের ধারণা এগুলি প্রাচীন যুগের মুদ্রা। আমাদের কাছ থেকে পুলিশ নিয়ে গিয়েছে।
advertisement
6/6
কেউ চারটে কেউ আবার তিনটে মুদ্রা পেয়েছিলেন। শ্রমিকেরা এই প্রাচীন মুদ্রা গুলি পরে পুলিশের হাতে তুলে দেয়। জেলার ইতিহাসবিদের মতে উদ্ধার প্রাচীন মুদ্রা গুলি রূপো বা তামার হতে পারে। সম্ভবত এগুলি সুলতানী আমলের এমনটাই প্রাথমিক ধারণা ইতিহাসবিদদের।