Offbeat Travel Plan: মনের মানুষের সঙ্গে রাত কাটানোর দারুণ সুযোগ, চোখ খুললেই পাহাড় আর...! রইল ঠিকানা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Offbeat Travel Plan: ভালবাসার দিনে সঙ্গীর সঙ্গে রাত্রিযাপনের আদর্শ জায়গা হতে পারে এটি।
advertisement
1/6

পালমাজুয়া হল একটি পাহাড়ি গ্রাম। দার্জিলিংয়ের কাছেই ৫৫০০ ফুট উচ্চতায় অবস্থিত পালমাজুমা অসম্ভব সুন্দর একটি অফবিট লোকেশন।
advertisement
2/6
চা বাগান-কমলালেবু গাছের ফাঁকে সূর্য ওঠে, দার্জিলিংয়ের এই লুকনো গ্রামে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা মিলতে পারে রেড পাণ্ডারও। চাইলে সামনে ঝোরায় মাছও ধরতে পারেন।
advertisement
3/6
অসংখ্য নাম না জানা সব পাখিদের রাজত্ব এখানে। সকাল থেকে বিকেল পর্যন্ত পাখি দেখতে দেখতেই দিন গড়িয়ে যাবে। ছোট ছোট বাগানে ঘেরা হোম স্টে।
advertisement
4/6
কাছেই মিরিক গুম্ফা, টিংলিং ভিউপয়েন্ট, টিবেটান গুম্ফা। সুমেন্দু লেক ছাড়িয়ে দূরে পাহাড়ের মাথায় চলে আসুন।
advertisement
5/6
এখানেই রামেতি ভিউ পয়েন্ট। মেঘ না থাকলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার।
advertisement
6/6
ট্রেনে/বিমানে চলে আসুন শিলিগুড়ি । সেখান থেকে গাড়িতে সরাসরি চলে আসা যায় মিরিক। মিরিকের কাছেই পালমাজুয়ার দূরত্ব ৬০ কিমি।