TRENDING:

Offbeat Travel Destination: সবুজ চা বাগানের পাশে দুধসাদা এক অস্থির ঝর্ণা! পাহাড়ি এই অফবিট জায়গায় গেলে মায়া কাটাতে পারবেন না

Last Updated:
Offbeat Travel Destination: এই জায়গাটির মায়াবী সৌন্দর্য রয়েছে। একবার গেলে ফিরে আসতে ইচ্ছে করবে না। জানুন কীভাবে যাবেন জুংপনায়।
advertisement
1/9
সবুজ চা বাগানের পাশে দুধসাদা এক অস্থির ঝর্ণা! পাহাড়ি এই অফবিট জায়গা বড্ড মায়াবী
ঝর্ণা শব্দটার মধ্যেই একটা প্রাণোচ্ছল ব্যাপার আছে। ঝরনা সব সময়ই অবাধ্য, উন্মত্ত, উচ্ছ্বাসে ভরপুর এক জীবন্ত আনন্দ। পাহাড়ের মাঝখানে সারাক্ষণ কলকল করতে থাকা উচ্ছ্বাসে ভরপুর অনেক ঝর্ণা আছে।
advertisement
2/9
যাঁরা পাহাড়ি ঝর্ণা দেখতে পছন্দ করেন, যাঁরা একটু রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের জন্য একটি দারুণ জায়গা হল অফবিট জুংপনা ওয়াটারফল। ঝর্ণার মতো এমন রোমাঞ্চকর প্রাকৃতিক শোভা খুব কম দেখা যায় পৃথিবীতে।
advertisement
3/9
এমন অনেক রাস্তা যা সুন্দর ঝর্ণার পাশ দিয়ে চলে গিয়েছে, এইসব রাস্তা দিয়ে ভ্রমণ মানেই রোমাঞ্চ। সেরকমই একটি ঝর্ণা হল জুংপনা।
advertisement
4/9
শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে জুংপনা টি এস্টেটে এই জায়গাটিতে গেলে মন ভাল হয়ে যাবে আপনার। দার্জিলিং মোড় হয়ে এনএইচ ৫৫ দিয়ে টিলদরিয়া পার করে মহানদী রেল স্টেশনের বিপরীতে রাস্তাটি চলে যায় চা বাগানের দিকে।
advertisement
5/9
সেই রাস্তা দিয়েই সেইদিক দিয়ে খানিকটা দূর এগিয়েই চলে যেতে হবে নদীর দিকে। জুংপনা নদীর ব্রিজ থেকেই এই ঝর্ণা দেখা যায়। এই জায়গাটির একটি মায়াবী সৌন্দর্য রয়েছে। এই পাহাড়ি ঝর্নার দিকে তাকালেই দেখতে পাবেন পাথরের নিচে অবস্থান করছেন স্বয়ং শিব।
advertisement
6/9
দেখলে মনে হয় শিব ঠাকুরের মাথার উপর থেকেই যেন ঝর্ণা জল পড়ছে। জায়গাটি এখন ধীরে ধীরে ভ্রমণপ্রেমীদের প্রিয় জায়গা হয়ে উঠেছে।
advertisement
7/9
শিলিগুড়ি থেকে ঘুরতে আসা শুভ্র মন্ডলের কথায়, 'যারা ঘুরতে ভালবাসে এবং যারা পাহাড়ি অ্যাডভেঞ্চার রোমাঞ্চ পছন্দ করে তাদের জন্য আদর্শ জায়গা এই জুংপনা ওয়াটারফল। এই জায়গাটি শিলিগুড়ি থেকে একেবারেই কাছে অবস্থিত। কেউ যদি বাইক নিয়ে আসতে চায় তারাও আসতে পারেন এবং গাড়ি ভাড়া করেও এই অফবিট জায়গাটি ঘুরে যেতে পারেন সকলে।'
advertisement
8/9
তিনি আরও বলেন, 'বর্ষার সময় বিশেষ করে এই ঝর্ণার জল যেন জায়গাটিকে আরও বেশি মায়াবী করে তোলে। এই ঝর্ণার জলে শিব ঠাকুরের যে মূর্তিটি বসানো আছে, তাই জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে।
advertisement
9/9
এখন শ্রাবণ মাস চলছে কেউ যদি শিবের দর্শন করতে চান, তাহলেও এই জায়গাটি দারুণ হতে পারে। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Offbeat Travel Destination: সবুজ চা বাগানের পাশে দুধসাদা এক অস্থির ঝর্ণা! পাহাড়ি এই অফবিট জায়গায় গেলে মায়া কাটাতে পারবেন না
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল