Offbeat Destination: উত্তরের সুইৎজারল্যান্ড! মেঘের দেশ! পুজোর ছুটিতে খুব কম খরচে ঘুরে আসুন! রইল বিস্তারিত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Offbeat Destination: ভারতেই রয়েছে একফালি সুইৎজারল্যান্ড! খুব খরচে পুজোয় ঘুরে আসতেই পারেন!
advertisement
1/7

পুজো আসতে আর বেশি দেরি নেই। পুজোর ছুটিতে হলিডে ডেস্টিনেশন এর খোঁজ শুরু করে দেয় ভ্রমণ প্রিয় বাঙালিরা। ভিড়ভাট্টায় না গিয়ে নিরিবিলিতে কোথাও ঘুরে আসতে চাইছেন তাহলে যেতে পারেন এই গ্রামে। দার্জিলিংয়ের কাছে এই গ্রামটিতে গেলে মনে হবে চলে এসেছেন সুইৎজারল্যান্ডে। গ্রামটির নাম "তুরিয়ক"। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
2/7
পাহাড়ের সুইৎজারল্যান্ড হিসেবে পরিচিত এই গ্রাম। হুবহু সুইৎজারল্যান্ডের প্রকৃতি বিরাজমান এই গ্রামে। এখানে ঘুম ভাঙতে লাগবে না কোন এলার্ম। পাখির কলতান আর ঝর্ণার কলকল শব্দে ঘুম ভাঙবে আপনার। আর জানলা দিয়ে হাত বাড়ালেই দেখা মিলবে মেঘের। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
3/7
হাঁটতে বেরিয়ে পাবেন কমলার বাগান, পাইনের জঙ্গল, পাহাড়ি ঝর্ণার শীতল স্নিগ্ধ জল আর চা বাগানের সবুজ আচ্ছাদন। যেন এক নন্দনকানন! (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
4/7
দার্জিলিংয়ের সিটং অঞ্চলে পরে এই গ্রাম তুরিয়ক। আপার সিটংয়ের খুব কাছে অবস্থিত এই গ্রামটি। খুব অল্প জায়গায় গড়ে উঠেছে এই গ্রামটি। কিন্তু ওই গ্রামেই যেন প্রকৃতির সব সৌন্দর্য্য ঢেলে দিয়েছে ভগবান। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
5/7
কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে তুরিয়কের দূরত্ব ৭০ কিলোমিটার। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে যেতে পারা যাবে ওই গ্রামে। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
6/7
তাতে মাথাপিছু খরচ হবে ৭০০ থেকে ৮০০ টাকার মতো। আবার শেয়ার গাড়িতেও যেতে পারা যায়। সেক্ষেত্রে শিলিগুড়ি জংশন থেকে সিটং হয়ে দিলারাম পর্যন্ত যেতে হবে গাড়িতে। দিলারামে নেমে সেখান থেকে আপার সিটং হয়ে পৌছে যাওয়া যাবে তুরিয়ক। সেক্ষেত্রে মাথাপিছু খরচ হবে ছয়শো থেকে সাতশো টাকার মতো। (লেখা ও ছবি: অনির্বাণ রায়)
advertisement
7/7
কোথায় থাকবেন? থাকা এবং খাওয়ার জন্য কোন চিন্তা করতে হবে না । তুরিয়কে রয়েছে একাধিক হোম স্টে। সেখানে এক হাজার টাকা থেকে শুরু রাত্রীযাপনের ব্যবস্থা। একটু ভাল মানের হোম স্টে নেবে ১৫০০ টাকার মতো। সঙ্গে তিনবেলার খাওয়াদাওয়ার ব্যবস্থা। তাহলে চিন্তা না করে এবার ছুটিতে চলে আসুন শৈলরানীর সুইৎজারল্যান্ড "তুরিয়কে।" (লেখা ও ছবি: অনির্বাণ রায়)