TRENDING:

North Sikkim Tourism: পর্যটকদের জন্য সুখবর! প্রায় দেড় মাস পর খুলছে উত্তর সিকিম, আজই বুক করুন

Last Updated:
North Sikkim Tourism: শীতের আগেই দারুণ খবর। উত্তর সিকিম খুলে গেল পর্যটকদের জন্য।
advertisement
1/5
পর্যটকদের জন্য সুখবর! প্রায় দেড় মাস পর খুলছে উত্তর সিকিম, আজই বুক করুন 
এবার পর্যটকদের জন্য সুখবর। প্রায় দেড়মাস পর ফের খুলে যাচ্ছে উত্তর সিকিমের একাংশ। প্রসঙ্গত, অক্টোবর মাসে বিপর্যয়ের পর থেকে বন্ধই ছিল উত্তর সিকিম। উত্তর সিকিম বন্ধ থাকায় বেশ কিছুটা ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন শিল্প। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
advertisement
2/5
কারণ তুষারপাত বেশি হয় উত্তর সিকিমেই। ফলে পর্যটকদের পছন্দের জায়গা উত্তর সিকিমের ইয়ামথাং, লাচেন, লাচুংয়ের মতো জায়গাগুলি। তবে সিকিম পর্যটন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে লাচুং-এ যেতে পারবেন পর্যটকরা। তবে, লাচেন ও গুরুদংমার এখনও বেশ কয়েকদিন বন্ধ রাখা হবে। বহু রাস্তা এখনও সারানো হয়নি বলে খবর।
advertisement
3/5
সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের গাড়িকে কনভয়ের নির্দেশে চলতে হবে। উত্তর সিকিমে ভ্রমণে থাকছে বেশ কিছু কড়াকড়ি। যেমন, উত্তর সিকিমে যেতে হলে সংকলন-টং-চুংথাং সড়ক ধরেই যেতে হবে পর্যটকদের। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে বিকেল ৪ টের পর থেকে। জানা গিয়েছে, অধিকাংশ রাস্তা এখনও সারানো হয়নি। দিনরাত এক করে পরিশ্রম করছেন সেনারা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টায় রয়েছেন তাঁরা।
advertisement
4/5
এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল অ্যান্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "এটা খুব ভাল খবর যে ফের উত্তর সিকিম পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ৷ আমাদের কাছে অনেক পর্যটক উত্তর সিকিমে যাওয়ার জন্য যোগাযোগ করছিল। সামনে বড়দিন ও ইংরেজি নতুন বছর আসছে। তার আগে এই উত্তর সিকিম খুলে যাওয়ায় খবর সত্যিই স্বস্তির ।"
advertisement
5/5
পর্যটন দফতরের তরফে আবেদন জানানো হয়েছে যে, পর্যটকরা যেন একটু হাতে সময় নিয়ে উত্তর সিকিমে আসেন। এখনও হড়পা বানের ক্ষত থেকে সেরে উঠতে পারেনি উত্তর সিকিম। (রিপোর্টার-- অনির্বাণ রায়)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Sikkim Tourism: পর্যটকদের জন্য সুখবর! প্রায় দেড় মাস পর খুলছে উত্তর সিকিম, আজই বুক করুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল