Sikkim Disaster: 'খাবার নেই, নেটওয়ার্ক নেই, বাড়ি ফেরান দ্রুত...' পর্যটকদের কাতর আর্তি! সিকিমের লাচুংয়ে প্রবল আতঙ্ক!
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Sikkim Disaster: নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
advertisement
1/8

উত্তরবঙ্গে দুর্যোগ থেকে এখনও রেহাই নেই। নতুন করে ধস নামল বাংলা-সিকিম লাইফ লাইনে। ১০ নং জাতীয় সড়কে ধস নামায় ফের বিপদ বাড়ল পর্যটকদের।
advertisement
2/8
নতুন করে ধস গেইলখোলায়। আজ দিনভর বন্ধ থাকবে জাতীয় সড়ক। নজরদারিতে DSP পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে কালিম্পং পুলিশের স্পেশ্যাল টিম।
advertisement
3/8
মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
advertisement
4/8
উত্তর সিকিমের লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের আর্তি, ‘‘বাড়িতে ফেরান দ্রুত। আলো নেই। নেটওয়ার্ক নেই। খাওয়া নেই।’’
advertisement
5/8
আবহাওয়া খারাপ থাকায় আজ হেলিকপ্টার উড়তে পারেনি। ১২০০ জন ভারতীয় পর্যটক এখনও আটকে সিকিমে। গতকালই সিকিমের মুখ্যমন্ত্রী জানান, আবহাওয়া অনুকূল হলেই পর্যটকদের ফেরানো হবে। বায়ুসেনার সঙ্গে কথা হয়েছে।
advertisement
6/8
এদিকে এখনও পাহাড়জুড়ে অবিরাম বৃষ্টি হয়েছে জের। জল বাড়ল মহানন্দা নদীতেও। তবে বিপদসীমা এখনও অতিক্রম করেনি। অবিরাম বৃষ্টির জেরে জলস্রোতে ভেসে গেল ডুডুয়া নদীর উপরে থাকা বাঁশের সাঁকো।
advertisement
7/8
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোররা ২নং ও ফালাকাটা ব্লকের ধনিরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা।
advertisement
8/8
দুই গ্রামের যোগাযোগের একমাত্র ভরসা সেই বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় বিরাট সমস্যায় পড়েছে দু’টি গ্রামের বাসিন্দারা।