North Bengal Weather Forecast : উত্তরবঙ্গের আকাশে এল বদল! বৃষ্টি কমে ঝলমলে মনোরম পাহাড়, পারদ চড়ছে সমতলে!
- Published by:Teesta Barman
- local18
- Written by:Partha Pratim Sarkar
Last Updated:
North Bengal Weather Forecast : বৃহস্পতিবারের উত্তরের আবহাওয়ায় বিরাট বদল। সরছে বৃষ্টি, উত্তরবঙ্গের আকাশ আজ রোদ ঝলমলে। পাহাড়ে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা, পাহাড়ে স্বস্তি।
advertisement
1/6

বৃহস্পতিবারের উত্তরের আবহাওয়ায় বিরাট বদল। সরছে বৃষ্টি, উত্তরবঙ্গের আকাশ আজ রোদ ঝলমলে। পাহাড়ে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা, পাহাড়ে স্বস্তি।
advertisement
2/6
কিন্তু সমতলে অস্বস্তি। শিলিগুড়িতে সকাল থেকেই রোদ ঝলমলে শহর। বাড়ছে তাপপ্রবাহ। তবে শৈলশহর দার্জিলিংয়েও মেঘের আনাগোনা। পাহাড়ের কিছু আংশ ঢেকেছে কুয়াশায়। মনোরম আবহাওয়া।
advertisement
3/6
কালিম্পংয়ে বৃষ্টি কমেছে। কোথাও আকাশ ঝলমলে। মাঝেমধ্যে ভেসে বেড়াচ্ছে মেঘের ভেলা। পারদ কিছুটা বেড়েছে।
advertisement
4/6
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। অস্বস্তিকর গরম। বেলার দিকে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারে রোদ ঝলমলে আবহাওয়া। চড়ছে পারদ।
advertisement
5/6
কোচবিহারে রৌদ্রজ্জ্বল আকাশ। সঙ্গে বেশ গরম ভাব। অস্বস্তি বাড়ছে শহরবাসীর। উত্তরদিনাজপুরে সকাল থেকেই ঝলমলে আকাশ। বেলা বাড়ার সঙ্গে বাড়বে পারদ। অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
6/6
ইসলামপুরে রোদ ঝলমলে আকাশ, সকাল থেকেই গরম, চড়ছে পারদ। দক্ষিণ দিনাজপুরেও রোদের দাপট। বাড়ছে তাপমাত্রা।