TRENDING:

Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও রয়েছে মৌসুমি অক্ষরেখা! দুর্যোগ কাটেনি বঙ্গে, বৃষ্টিতে ভিজবে উত্তরের কোন কোন জেলা?

Last Updated:
বৃহস্পতিবার দিন মালদহ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। মেঘলা আকাশ থাকায় সকাল থেকেই রোদের দেখা মেলেনি।
advertisement
1/6
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও মৌসুমি অক্ষরেখা! দুর্যোগ কাটেনি, বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গতকাল তৈরি হওয়া দক্ষিণ-পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপ একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে বিস্তৃত এবং উচ্চতার সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।
advertisement
2/6
নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বিহার এবং পূর্ব উত্তর প্রদেশ জুড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। যার ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
হাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের মালদহ জেলায় ০২৮.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ ০১৩.০ মিলিমিটার, কালিম্পং এ ০১৪.০ মিলিমিটার এবং জলপাইগুড়িতে ০০৬.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
advertisement
5/6
বৃহস্পতিবার দিন মালদহ-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং অতিভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। মেঘলা আকাশ থাকায় সকাল থেকেই রোদের দেখা মেলেনি।
advertisement
6/6
মালদহ গৌড়বঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এ সর্বোচ্চ তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এবং জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও রয়েছে মৌসুমি অক্ষরেখা! দুর্যোগ কাটেনি বঙ্গে, বৃষ্টিতে ভিজবে উত্তরের কোন কোন জেলা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল