পুজোর আগে ঝেঁপে বৃষ্টি! উত্তরের একাধিক জেলায় বর্ষণের পূর্বাভাস, হাওয়া অফিসের হাতেগরম আপডেট দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Weather Update: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। তবে গতকালের তুলনায় আজ জল ছাড়ার পরিমাণ কিছুটা কম
advertisement
1/5

<strong>জলপাইগুড়ি, সুরজিৎ দেঃ</strong> উত্তরের আবহাওয়া। তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত সংরক্ষিত এলাকায় লাল সতর্কতা। পাশাপাশি এনএইচ ৩১ জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
2/5
সোমবার সকাল ৯ঃ৪৫ নাগাদ ফ্লাড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সেচ দফতরের সূত্রে জানা যায়, তিস্তা নদীর দোমহানীতে হলুদ সতর্কতা জারি রয়েছে। সকাল থেকে জলপাইগুড়ি জেলাজুড়ে মেঘলা আকাশ। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
3/5
জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। তবে গতকালের তুলনায় আজ জল ছাড়ার পরিমাণ কিছুটা কম। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
4/5
সোমবার সকাল ৮টায় জলপাইগুড়ি গজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৩৫৯ কিউমেক ও কালিঝোড়া ব্যারেজ ১৩৩৬ কিউসেক। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)
advertisement
5/5
ফের এদিন সকাল ৯টায় জলপাইগুড়ি গজোলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৩২৫ কিউসেক। অন্যদিকে পাহাড়ের কালিঝোড়া ব্যারেজ থেকে ১৩৫৭ কিউসেক জল ছাড়া হয়। প্রতি ঘণ্টায় ঘণ্টায় ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে বলে জানা যায়। (ছবি ও তথ্যঃ সুরজিৎ দে)