Weather Forecast: পাল্টাচ্ছে আবহাওয়া... আজই বাংলা জুড়ে স্বস্তির বৃষ্টি... কখন ভিজবে পাহাড় থেকে সমতল?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
উত্তরবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার। স্বস্তিতে পাহাড় থেকে সমতল। কুয়াশাচ্ছন্ন দার্জিলিংয়ে ঠান্ডার আমেজ।
advertisement
1/7

এতদিন ধরে তাপপ্রবাহে দগ্ধেছে সাধারণ মানুষ। এমন গরম বিগত কয়েক দশকে দেখেনি বঙ্গবাসী। তবে আজ থেকে বদলাতে চলেছে আবহাওয়া।
advertisement
2/7
রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে। বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
3/7
শিলিগুড়িতে হালকা রোদ। আকাশ পরিষ্কার। তাপমাত্রা ২১-২৩ ডিগ্রির মাঝে। অনেকটাই স্বস্তিদায়ক। দার্জিলিংয়ে কুয়াশাময় শৈলশহর। মেঘের ভেলা। ঠাণ্ডার আমেজ। তাপমাত্রা ৭-৮ ডিগ্রি। পর্যটকেরা দেদার খুশি। কালিম্পংয়ে হালকা মেঘ। হালকা রোদ। মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ২০-২১ ডিগ্রি।
advertisement
4/7
জলপাইগুড়িতে রোদ ঝলমলে পরিস্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২১.০১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা গত ২৪ ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।কোচবিহারে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/7
উত্তরদিনাজপুরে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ তাপমাত্রা ২৮-৩০ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ার আশঙ্কা। ইসলামপুরে রোদ মেঘের লুকোচুরি, সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরে পরিস্কার আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ। বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২০ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/7
উত্তরবঙ্গের আকাশ আপাতত পরিষ্কার। স্বস্তিতে পাহাড় থেকে সমতল। কুয়াশাচ্ছন্ন দার্জিলিংয়ে ঠান্ডার আমেজ।
advertisement
7/7
উত্তরবঙ্গের আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে গতিবেগ।