Weather Alert: সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার বিরাট বদল বাংলায়
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চার জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গল বুধবার নাগাদ দার্জিলিং এর উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/8

উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চার জেলায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গল বুধবার নাগাদ দার্জিলিং এর উঁচু এলাকায় তুষারপাত এবং দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা।
advertisement
2/8
তার প্রভাবে সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
advertisement
3/8
তার প্রভাবে সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
advertisement
4/8
আগামী দু'দিন কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে। মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের নিচে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে।
advertisement
5/8
দক্ষিণবঙ্গে শীতের শুরু। ধীরে ধীরে নামবে পারদ। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার পরিমাণ বেশি থাকবে। বৃষ্টির সম্ভাবনা আর নেই। উত্তর-পশ্চিমের বাতাস বইবে। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে।
advertisement
6/8
শীতের শুরু বাংলায়। আগামী দু'দিনে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এরপর ৩-৪ দিন একই রকম আবহাওয়া থাকবে। আগামী দু'দিনে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।
advertisement
7/8
সপ্তাহের শুরুতেই আরও তাপমাত্রা নামার ইঙ্গিত । বুধবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই নেমে যেতে পারে। চলতি সপ্তাহে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি নেমে যেতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ।
advertisement
8/8
দক্ষিণ-পূর্ব আরবসাগর ও মলদ্বীপ এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে সোমবার ১১ই ডিসেম্বর। ভারী বৃষ্টি কেরালা তামিলনাডু লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি মাহে কারাইকালে।