North Bengal: ঘুরতে গিয়ে বিপত্তি! জলদাপাড়া টুরিস্ট লজে ঢুকছে নদীর জল, আতঙ্কে পর্যটকরা! ছবিতে দেখুন পরিস্থিতি
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
North Bengal Weather Update: গতকাল রাত থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় পর্যটকরা। জলদাপাড়া টুরিস্ট লজের পর্যটকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। পরিস্থিতি আরও খারাপ হলে বাকি পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন টুরিস্ট লজের ম্যানেজার।
advertisement
1/5

পুজো মিটতেই আবহাওয়ার 'খেল' শুরু! গতকাল রাত থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে সমস্যায় আলিপুরদুয়ার জেলার পর্যটকরা। সবথেকে বেশি সমস্যায় জলদাপাড়া টুরিস্ট লজের পর্যটকরা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
জানা গিয়েছে, রাতভর টানা বৃষ্টির জেরে হলং নদীর বাঁধ ভেঙে গিয়ে এদিন ভোর থেকে টুরিস্ট লজে জল প্রবেশ করছে। এই লজের কাছে অবস্থিত টিকিট কাউন্টার এবং সাফারি কাউন্টারে জল প্রবেশ করেছে।
advertisement
3/5
যে সকল পর্যটকদের আজ চেক আউট করার কথা ছিল, তাঁদের সকাল থেকে লজ থেকে বের করার কাজ শুরু হয়েছে। যারা এখনও থাকবেন, তাঁদের রাখা হয়েছে।
advertisement
4/5
তবে বৃষ্টি থামার নাম নেই, একনাগাড়ে বর্ষণ হচ্ছে এলাকায়। পরিস্থিতি আরও খারাপ হলে বাকি পর্যটকদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন টুরিস্ট লজের ম্যানেজার। পর্যটকদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ।
advertisement
5/5
এই টুরিস্ট লজের পিছন দিয়ে বয়ে যায় হলং নদী। এই নদীর আওয়াজ পর্যটকদের মনে ভয় ধরাচ্ছে। লজের সামনে এতটাই জল জমেছে, পর্যটকদের খালি পায়ে প্রধান সড়কের সামনে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)