North Bengal Weather: উত্তরে তীব্র কুয়াশার সতর্কতা, দক্ষিণের জেলায় জেলায় শৈত্যপ্রবাহ! ঠান্ডায় জবুথবু দুই বাংলা
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
রাজ্য জাঁকিয়ে শীত পড়ছে৷ ঠান্ডা আবহাওয়া মাঠে নেমে জোরদার ব্যাটিং চালাচ্ছে৷ আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই ইনিংস বেশ লম্বা চলবে৷
advertisement
1/11

এবার শুরু হল শীতের দাপট। রবিবার কলকাতায় ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা। রাজ্যে শৈতপ্রবাহের কড়া সতর্কবার্তা।
advertisement
2/11
শিলিগুড়িতে হালকা কুয়াশা। বেশ ঠাণ্ডা। সমতল থেকেও দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি। দার্জিলিংয়ে পরিষ্কার আকাশ। কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা৷ জমজমাট ম্যাল। কালিম্পংয়ে তাপমাত্রা ৯ ডিগ্রি।
advertisement
3/11
জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। তবে শীতের তীব্রতা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/11
আলিপুরদুয়ারে রোদ ঝলমলে আকাশ। সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে ঠাণ্ডার মুড।
advertisement
5/11
গঙ্গারামপুরে কুয়াশায় ঢাকা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/11
আজ শৈতপ্রবাহ পশ্চিমের তিন জেলায়। বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া রয়েছে সেই তালিকায়। আগামী ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নীচে থাকবে পারদ।
advertisement
7/11
ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাডু উপকূল। তবে এরপর প্রভাবে মঙ্গলবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। বাতাসে ঢুকতে পারে জলীয় বাষ্প।
advertisement
8/11
আপাতত হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। সোমবার কুয়াশার দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি। কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে।
advertisement
9/11
সপ্তাহান্তে আরও নামল পারদ। কলকাতায় ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা। শহরে জমিয়ে শীতের আমেজ। রাত ও দিনের দুই তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নীচে।
advertisement
10/11
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার বিকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৩ থেকে ৯৩ শতাংশ।
advertisement
11/11
রাজ্য জাঁকিয়ে শীত পড়ছে৷ ঠান্ডা আবহাওয়া মাঠে নেমে জোরদার ব্যাটিং চালাচ্ছে৷ আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই ইনিংস বেশ লম্বা চলবে৷