North Bengal Weather: কোথাও ১ ডিগ্রি, কোথাও আবার ৫! কনকনে ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গ, কোন জেলায় কেমন আবহাওয়া, লেটেস্ট আপডেট জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
North Bengal Weather Today: শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের কোথায় আজ কেমন আবহাওয়া? লেটেস্ট আপডেট জেনে নিন।
advertisement
1/5

কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ। এর মাঝেই ভরপুর শীতের আমেজ উপভোগ করতে অনেকে পাহাড়ে ছুটে গিয়েছেন। এমতাবস্থায় আজ দিনভর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে ঝটপট দেখে নেওয়া যাক।
advertisement
2/5
উত্তরবঙ্গের আজও কুয়াশার দাপট। পাহাড় হালকা মেঘলা, কনকনে ঠান্ডা। সান্দাকফুর তাপমাত্রা ১ ডিগ্রিতে! সব মিলিয়ে, উত্তরে ঠান্ডার কাঁপুনি চলছে।
advertisement
3/5
শিলিগুড়িতে আজ কুয়াশার দাপট। হালকা মেঘলা আকাশ। হিমেল হাওয়া। সব মিলিয়ে, জমজমাট ঠান্ডার মুড। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের আকাশ পরিষ্কার। কোথাও কোথাও হালকা কুয়াশা রয়েছে। শ্বেতশুভ্র কাঞ্চন দর্শনে মুগ্ধ পর্যটকেরা। সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ের আকাশ আবার আংশিক মেঘলা, মিঠেকড়া রোদ। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
জলপাইগুড়ির আকাশ আজ কুয়াশাচ্ছন্ন। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.০৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশও কুয়াশাচ্ছন্ন। গত চব্বিশ ঘণ্টায় সর্বাধিক তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারেও কুয়াশায় ঢাকা চারিদিক। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের আকাশেও কুয়াশার দাপট। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
5/5
উত্তর দিনাজপুরেও আজ ঘন কুয়াশা। প্রচন্ড ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুরের আকাশও কুয়াশাচ্ছন্ন। সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুরেও আজ কুয়াশার দাপট। সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও একই ছবি। আকাশ কুয়াশাচ্ছন্ন। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ১০.০১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.০৫ ডিগ্রি সেলসিয়াস।