Darjeeling News: দক্ষিণে যখন হিটওয়েভের চোখরাঙানি, ঠিক তখনই উত্তরের আকাশে বৃষ্টির মেঘ...বিরক্তিকর বৃষ্টি থামবে কবে?
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Satabdi Adhikary
Last Updated:
শীত গ্রীষ্মের মাঝেই বর্ষার আগমন! বসন্ত জুড়েই কি চলবে বৃষ্টিপাত নাকি থামবে? বৃষ্টিকে টাটা বাই বাই করে উত্তরে গ্রীষ্মের আগমন কবে? আবহাওয়ার বিরাট আপডেট
advertisement
1/5

হোলির দিনে শৈল শহরের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস।ইতিমধ্যেই পাহাড় থেকে সমতলজুড়ে বৃষ্টির জেরে শৈল শহরে জমজমাটি ঠান্ডা। শীতের বিদায় বেলাতেও নাছোড়বান্ধা বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। বৃষ্টির জেরে অতিষ্ঠ উত্তরবঙ্গবাসী।
advertisement
2/5
শুক্রবার সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি খেলা সঙ্গে উত্তুরে হওয়ার দাপটে ঠান্ডায় কাপছে শৈল শহর । শীতের শেষ বেলাতেও হোলির দিনে দার্জিলিং , জলপাইগুড়ি এবং কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জারি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
3/5
চলতি সপ্তাহে বৃষ্টির পরেই উত্তরের আবহাওয়ায় বিরাট পরিবর্তন। সমতলের পাশাপাশি পাহাড়েও তাপমাত্রা বাড়বে। হাতে গোনা আর কয়েকদিন তারপরেই শীত বৃষ্টিকে টাটা বাই বাই করে নাজেহাল গরমে ভুগবে উত্তরবঙ্গবাসী।
advertisement
4/5
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে উঁচু পার্বত্য এলাকায় শীতের আমেজের সঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তারপরেই ধীরে ধীরে পারদ বাড়বে। হোলিতে বৃষ্টির হাত থেকে রেহাই নেই।
advertisement
5/5
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উঁচু পার্বত্য এলাকাজুড়ে ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা অন্যদিকে বৃষ্টির পরেই সমতলজুড়ে চলবে রোদের ঝলকানি। গ্রীষ্মের আগে চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড় থেকে সমতলে।