North Bengal Weather IMD Update: দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা, সমতলেও আচমকা 'কাঁপুনি'! উত্তরে ফের বৃষ্টি কোথায় কোথায়?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
North Bengal Weather IMD Update: মেঘ, কুয়াশা সরতেই ঝকঝকে শৈলশহর। হাতের নাগালে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। মুগ্ধ পর্যটকেরা। কনকনে ঠাণ্ডার কাঁপুনি। তাপমাত্রা ৪ ডিগ্রি।
advertisement
1/9

রাজ্যজুড়ে অসময়ের বৃষ্টিতে ঠান্ডা আমেজ। শুক্রবারের উত্তরের আবহাওয়া কেমন, জানুন লেটেস্ট আপডেট। মেঘ, কুয়াশা সরতেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যে মোহিত পর্যটকেরা, দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা, সমতলে মনোরম ওয়েদার।
advertisement
2/9
শিলিগুড়ি :: আকাশ ঝলমলে। সকালের দিকে কাঞ্চনজঙ্ঘার দর্শন সমতল থেকেও। তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি।
advertisement
3/9
দার্জিলিং :: মেঘ, কুয়াশা সরতেই ঝকঝকে শৈলশহর। হাতের নাগালে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। মুগ্ধ পর্যটকেরা। কনকনে ঠাণ্ডার কাঁপুনি। তাপমাত্রা ৪ ডিগ্রি।
advertisement
4/9
কালিম্পং :: পরিষ্কার আকাশ। ঠান্ডা হাওয়া। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি।
advertisement
5/9
জলপাইগুড়ি :: জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ০৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/9
ডুয়ার্স :: আকাশ পরিষ্কার। মনোরম আবহাওয়া। তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি।
advertisement
7/9
আলিপুরদুয়ার :: পরিষ্কার আকাশ। সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার :: পরিষ্কার আকাশ। রৌদ্রজ্জ্বল। তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি।
advertisement
8/9
উত্তর দিনাজপুর :: আকাশ ঝলমলে। তাপমাত্রা চড়ছে। পারদ ১৭-১৮। ইসলামপুর :: পরিস্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুর :: হালকা মেঘলা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
9/9
দক্ষিণ দিনাজপুর :: মেঘলা আকাশ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫.০২ ডিগ্রি সেলসিয়াস। (রিপোর্টার-- পার্থপ্রতিম সরকার)