North Bengal train news: উত্তরবঙ্গের ট্রেনে বিপদ! বিগড়ে গেল চলন্ত মালগাড়ির ইঞ্জিন, আটকে গেল বন্দে ভারত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railway news: ফের ট্রেনে বিপদ। এবার উত্তরবঙ্গে মালগাড়ির ইঞ্জিন বিগড়ে ব্যাহত হল ট্রেন পরিষেবা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
advertisement
1/5

ফের ট্রেনে বিপদ। এবার উত্তরবঙ্গে মালগাড়ির ইঞ্জিন বিগড়ে ব্যাহত হল ট্রেন পরিষেবা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। প্রতীকী ছবি।
advertisement
2/5
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ আমবাড়ি ফালাকাটা এবং বেলাকোবা লাইনে একটি মালগাড়ির ইঞ্জিন বিগড়ে যায়। যার ফলে আটকে যায় মালগাড়িটি।
advertisement
3/5
মালগাড়িটির ইঞ্জিন আটকে পড়ায় সেই লাইনের ট্রেন পরিষেবা ব্যাহত হয়। আটকে পড়ে জম্মু তাওয়াই-গুয়াহাটি লোহিত এক্সপ্রেস এবং গুয়াহাটি-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। প্রতীকী ছবি।‍
advertisement
4/5
বন্দে ভারত এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে যায়। বিপাকে পড়ে অন্যান্য ট্রেনগুলিও। যদিও অভিযোগ পাওয়ার পরেই তৎপর হন রেল কতৃপক্ষ। প্রতীকী ছবি।
advertisement
5/5
দীর্ঘ সময় পরে মালগাড়িটিকে ফের সরিয়ে দেওয়া হয়। তবে পর্যটনের ভরা মরসুমে ভোগান্তির শিকার হন যাত্রীরা। প্রতীকী ছবি।