TRENDING:

North Bengal Tourism: গরমের ছুটিতে ধু ধু করছে দার্জিলিং-কালিম্পং! হোটেল-হোমস্টে মালিকদের পকেট-শূন্য, দেখুন মনখারাপ করা ছবি

Last Updated:
North Bengal Tourism: পর্যটন শিল্পে এবার ৫০ শতাংশের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হোটেল বুকিংয়ের কিছু অর্থ ফেরত এলেও জয়রাইডের টাকায় রিফান্ড মেলে না। তবুও সেই অর্থের মোহ ভুলে নিরাপত্তাকেই গুরুত্ব দিচ্ছেন অনেকে।
advertisement
1/5
গরমের ছুটিতে ধু ধু করছে দার্জিলিং-কালিম্পং! হোটেল-হোমস্টে মালিকদের পকেট-শূন্য, দেখুন ছবি
*নির্ধারিত সময়ের অনেক আগেই পড়ে গিয়েছে গরমের ছুটি। আর গরমের ছুটি মানেই ঠান্ডার খোঁজ পেতে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে অনেকেরই! কিন্তু এবারের ছবি একেবারে আলাদা। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে। তারই রেশ এসে পড়েছে উত্তরের পর্যটন শিল্পে।
advertisement
2/5
*দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স, যেখানে এই সময় পর্যটকে গিজগিজ করে, সেখানে এখন বাতিলের হিড়িক। উত্তরবঙ্গ ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের অলক চক্রবর্তী জানাচ্ছেন, শেষ মুহূর্তে প্রচুর বুকিং বাতিল হয়েছে।
advertisement
3/5
*সরকারি কর্মীদের ছুটি বাতিল এবং ১০ নম্বর জাতীয় সড়কের মেরামতের কাজও এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সিকিমের দিকে বর্ষার আগেই ধসের সম্ভাবনাও আতঙ্ক বাড়াচ্ছে।
advertisement
4/5
*পর্যটন শিল্পে এবার ৫০ শতাংশের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। হোটেল বুকিংয়ের কিছু অর্থ ফেরত এলেও জয়রাইডের টাকায় রিফান্ড মেলে না। তবুও সেই অর্থের মোহ ভুলে নিরাপত্তাকেই গুরুত্ব দিচ্ছেন অনেকে।
advertisement
5/5
*পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পর্যটন শিল্পের এই ধাক্কা সাময়িক নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
North Bengal Tourism: গরমের ছুটিতে ধু ধু করছে দার্জিলিং-কালিম্পং! হোটেল-হোমস্টে মালিকদের পকেট-শূন্য, দেখুন মনখারাপ করা ছবি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল