North Bengal news: এমএ, পিএইচডি ও স্কলারদের ক্লাস নিলেন ১৩ বছরের বালক! কে এই বিস্ময় বালক জানেন?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
North Bengal news: বর্তমানে তিনি অংক নিয়ে বিশ্বব্যাপী নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছে ছাত্র-ছাত্রীদের। তেমনিভাবে বুধবার মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক প্রশিক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারি।
advertisement
1/5

অঙ্ক যেন সারা মস্তিষ্কে ভরা। কলম ধরলেই যেকোনও অঙ্ক মুহূর্তে সমাধান হয় তাঁর কাছে। কেউ বলে এই যুগের আইনস্টাইন আবার কেউ বলে গণিতের ঈশ্বর। সারা পৃথিবী তাঁকে চেনে সর্বকনিষ্ঠ অধ্যাপক হিসেবে। যার বয়স মাত্র ১৩ বছর নাম প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
বর্তমানে তিনি অংক নিয়ে বিশ্বব্যাপী নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রশিক্ষণ দিয়ে চলেছেন ছাত্র-ছাত্রীদের। তেমনই ভাবে বুধবার মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে এক প্রশিক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
অঙ্ক এবং পদার্থবিদ্যার একাধিক নতুন সূত্র এবং বিভিন্ন জটিলতম অংকের সমাধান করে দেন প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারী। হোয়াইট বোর্ডে অংক করে সেই অংক কিভাবে সহজে সমাধান করা যায় তা বুঝিয়ে দেন তিনি। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিশ্বজিৎ দাস জানান, এই ধরনের একাডেমিক কর্মসূচি ছাত্র-ছাত্রীদের উৎসাহ করবে। প্রায় আড়াইশো জন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র-ছাত্রীরা এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। ফিজিক্স ও অংকের একাধিক বিষয়ে তারা নিজেদের প্রশ্ন প্রফেসর সুবর্ণ আইজ্যাক বারীর কাছে তুলে ধরেন। তিনি এই অঙ্কগুলো সহজে সমাধান করার পদ্ধতি শিখিয়ে দেন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মালদহ কলেজেও শতাধিক স্নাতক পড়ুয়াদের অঙ্ক এবং ফিজিক্স বিষয় নিয়ে ক্লাস নেন সুবর্ণ আইজ্যাক বারী। শুধুই অংক বোঝা নয় তাঁকে দেখতে এই কর্মসূচিতে ভিড় জমান জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)