TRENDING:

Monsoon in North Bengal: ব্যাঙের 'ঘ্যাঙর ঘ্যাঙ'...! শুনেই চাষিদের মুখে চওড়া হাসি, উত্তরবঙ্গে কী এমন ঘটল জানেন?

Last Updated:
Monsoon in North Bengal: উপগ্রহ চিত্র দেখে বর্ষার পূর্বাভাস মিললেও এবার প্রকৃতির আরেক বিশ্বস্ত ‘ওয়েদার রিপোর্টার’ আগাম বার্তা দিয়েছে ব্যাঙের ডাক!
advertisement
1/5
ব্যাঙের 'ঘ্যাঙর ঘ্যাঙ'...! শুনেই চাষিদের মুখে চওড়া হাসি, উত্তরবঙ্গে কী এমন ঘটল জানেন?
টানা খরার পর অবশেষে বর্ষার দেখা মিলল উত্তরের জেলাগুলিতে। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে একটানা বৃষ্টি। তীব্র দাবদাহের পর এই বৃষ্টি যেন প্রকৃতির উপহার, স্বস্তি পেল কৃষক সমাজ।
advertisement
2/5
উপগ্রহ চিত্র দেখে বর্ষার পূর্বাভাস মিললেও এবার প্রকৃতির আরেক বিশ্বস্ত ‘ওয়েদার রিপোর্টার’ আগাম বার্তা দিয়েছে ব্যাঙের ডাক! শহরের মাঠ থেকে শুরু করে চাষের জমি, সর্বত্রই সকাল থেকে শোনা যাচ্ছে ব্যাঙের গলা ছেড়ে বর্ষার গান। ব্যাঙের জলকেলি দেখে অনেকেই ধরে নিচ্ছেন, এবার সত্যিই বর্ষা এসে গিয়েছে।
advertisement
3/5
চরম খরার কারণে বহু কৃষকই ধান রোপণ করতে পারছিলেন না। কেউ কেউ পাম্পসেট চালিয়ে জল তুলে জমিতে চাষ করলেও প্রচণ্ড রোদের তাপে নষ্ট হয়ে যাচ্ছিল চারা। অবশেষে বৃষ্টির জেরে জমিতে জল জমতে শুরু করেছে, মুখে হাসি ফুটেছে কৃষকদের। অনেকেই ইতিমধ্যেই নতুন করে রোপণের প্রস্তুতি নিচ্ছেন।
advertisement
4/5
চা বাগানগুলিতেও ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। গত কয়েক সপ্তাহে তীব্র গরমের কারণে পাতার মান ও উৎপাদন কমে গিয়েছিল। এখন বৃষ্টির পর ছাতা মাথায় নিয়ে সকালের ঘন বৃষ্টিতেই চা পাতার ঝাড় শুরু করে দিয়েছেন চা শ্রমিকরা।
advertisement
5/5
প্রকৃতি দিল স্বস্তি, অপেক্ষা বর্ষার পূর্ণরূপে নামার আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি বর্ষারই অংশ এবং আরও কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এর ফলে কৃষিকাজ, জলসঞ্চয় এবং পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Monsoon in North Bengal: ব্যাঙের 'ঘ্যাঙর ঘ্যাঙ'...! শুনেই চাষিদের মুখে চওড়া হাসি, উত্তরবঙ্গে কী এমন ঘটল জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল