North Bengal Mini Tornado: কেটে গেছে ৪৮ ঘণ্টা! মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামে শুধুই হাহাকার! ছবি দেখলে চোখে জল আসবে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
North Bengal Mini Tornado: রাত যাপন করার জন্য কোনও রকমে কেউ কেউ তৈরি করেছে চোকি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু তা আর ব্যবহার যোগ্য নেই।
advertisement
1/8

কেটে গেছে ৪৮ ঘণ্টা! মিনি টর্নেডো বিধ্বস্ত গ্রামে শুধুই হাহাকার
advertisement
2/8
দু'দিন পরেও মেলে নি সরকারি সাহায্য, পেট ভরাতে বার্নিশ গ্রামের ভরসা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন
advertisement
3/8
গোটা গ্রামে ছাদ হারা সাধারণ মানুষের মাথা গোঁজার জায়গা বলতে খানিক ত্রিপলের ছাওয়া
advertisement
4/8
দফায় দফায় বুকের চাপা ক্ষোভ প্রকাশ করছে বিধ্বস্ত বার্নিশ গ্রামের অসহায় মানুষ
advertisement
5/8
দূর থেকে দেখলে মনে হয় জলজ্যান্ত গোটা গ্রাম ধুধু মাঠে পরিণত হয়েছে। অনেকেরই গায়ের পোশাক পর্যন্ত নেই। ঝড়ের দাপটে এক্কেবারেই নিঃস্ব হয়েছেন
advertisement
6/8
তবে রাজ্য সরকারের পি এইচ ই- এর পক্ষ থেকে জলের ব্যবস্থা করা হয়েছে গোটা গ্রামে
advertisement
7/8
রাত যাপন করার জন্য কোনও রকমে কেউ কেউ তৈরি করেছে চোকি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু তা আর ব্যবহার যোগ্য নেই
advertisement
8/8
প্রায় তিনটি গ্রামের মানুষ অসহায় হয়ে পড়ে রয়েছে। দুদিন পেরিয়ে গেলেও এখনও অবধি বিদ্যুৎ পরিষেবা নেই বহু জায়গায়। হয়তো একদিন পুনরায় সবে ঠিক হবে এই আশাতেই বুক বেঁধেছেন গ্রামবাসীরা